News Head

» এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: 09. October. 2024 | Wednesday

এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, কারওয়ান বাজারে ডিম ট্রাকে থাকা অবস্থাতেই চারবার হাতবদল হয়। এখন পর্যন্ত এই সরকার কোনো সিন্ডিকেট ভাঙতে পারেনি। শুধু সিন্ডিকেটের সাইনবোর্ড পরিবর্তন হয়েছে। সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারলে এই অভ্যুত্থানের প্রাথমিক মাহাত্ম্য কী?’

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। ডিমের হালি ৬০ টাকায় পৌঁছেছে। এ নিয়ে সাধারণ নাগরিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্লাটফর্মে ক্ষোভ প্রকাশ করেছেন।

[hupso]