News Head

» প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক

প্রকাশিত: 05. December. 2024 | Thursday

গ্লোবাল বাংলাদেশী সংস্থার ২৯ সদস‍্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসের কাছে ১৭ টি দাবি নিয়ে গুরুত্বপূর্ণ  বৈঠক করেন :

সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দর পূর্ণাঙ্গ ভাবে চালু করার উপর গুরুত্ব প্রদান :

নিউজ ডেস্ক : বিগত পাঁচ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার সময় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে রাষ্ট্রীয় বাসভবন ঘুমোনোয় প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের ২৯ সদস্যের একটি বৃহৎ দলের সাথে বৈঠক হয়।

আরাফাত পত্রিকা ইউকে এর প্রধান উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী এবং সম্পাদক সারওয়ার হুসেইন সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এ হোসেইন সাহেব কে জানান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে তাঁদের বৈঠক অত্যান্ত ফলপ্রসূ হয়েছে।

গ্লোবাল বাংলাদেশী সংস্থার ডিজি ওহিদুর রহমানের উপস্থাপনায় এবং বৈঠকে বক্তব্য রাখেন প্রতিনিধি দলের অন্যতম নেতা মাহিদুর রহমান, সহ অনেক নেতৃবৃন্দ। তার পরে

সংগঠণের আন্যতম নেতা কে এম আবু তাহের চৌধুরী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের ১৭ দফা দাবী সহ একটি স্মারক লিপি উপস্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন

দাবী গুলোর মধ‍্যে রয়েছে;

১) ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দরে রূপান্তর এবং  ওসমানী বিমান বন্দরে কাতার ,সৌদি সহ অন‍্যান‍্য এয়ার লাইনের ফ্লাইট চালু ,বিমানের ভাড়া হ্রাস ,ওসমানী বিমান বন্দরের টার্মিনাল ভবনের কাজ অতি দ্রুত সম্পন্ন করা।

২) যুক্তরাজ‍্য প্রবাসীদের এন আইডি কার্ড প্রদান,

৩) ভূমি খেকোদের হাত থেকে প্রবাসীদের সম্পত্তি রক্ষা ,

৪) নো ভিসা ফি বাতিল এবং পাওয়ার ওব এটর্নি, ই -পাসপোর্ট, ভোটার কার্ড, বিদেশে ভোট দেওয়ার ব্যবস্হা সহ  ১৭ টি  দাবী তুলে ধরা হয় ।

এছাড়া ১১টি দেশের ২৯ জন ডেলিগেইটের মাঝে ১২ জন ডেলিগেটইট শিক্ষা ,স্থানীয় সরকার স্বাস্থ‍্য্,ইনভেস্টমেন্ট ,লিগেল ,বিদ‍্যুৎ সহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব প্রদান করেন। প্রতিনিধি দল

সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেন। শুধু সমর্থন নয়, ঐক্য বদ্ধ ভাবে এ সরকার কে সকল  ধরনের সাহায্য সহযোগিতা করার কথা উল্লেখ করেন তাাঁরা।

 

গোলবাল বাংলাদেশী সংগঠণের সহ সভাপতি কমিউনিটি নেতা মাহিদুর রহমানের পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নোবল পুরষ্কার বিজয়ী বিশ্ব নন্দিত মাননীয় উপদেষ্টা অত‍্যন্ত ধৈর্যের সাথে সব বক্তব‍্য শুনেন ।তিনি প্রবাসীদের সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন । বৈঠক শেষে সোনারগাঁও হোটেল কক্ষে রাষ্ট্রের অতিথি বৃন্দকে নিয়ে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।

[hupso]