News Head

» সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

প্রকাশিত: 01. January. 2026 | Thursday

সিলেট প্রেস ক্লাবের নির্বাচনে
সভাপতি,মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারন সম্পাদক ও ফয়সাল আমিন কোষাধ‍্যক্ষ নির্বাচিত

নিউজ ডেস্ক লন্ডন :

সকল বিজয়ীদের বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের অভিনন্দন

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ‍্য দিয়ে আজ ১লা জানুয়ারী ২০২৬ ঐতিবাহী সিলেট প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সিলেট শহরের মীরের ময়দানস্থ প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হয় ।নির্বাচনে মুকতাবিস -উন-নুর সপ্তমবারের মতো সিলেট প্রেস ক্লাবের সভাপতি ,মোহাম্মদ সিরাজুল ইসলাম সাধারন সম্পাদক ও ফয়সাল আমিন কোষাধ‍্যক্ষ নির্বাচিত হয়েছেন ।আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন -সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান ,সহ সভাপতি মোঃ ফয়ছল আলম ,সহ সাধারন সম্পাদক খালেদ আহমদ ,ক্রীড়া এ সাংস্কৃতিক সম্পাদক -শেখ আশরাফুল আলম নাসির ,পাঠাগার ও প্রকাশনা স্ম্পাদক মো: মুহিবুর রহমান ,সদস‍্য-মুহাম্মদ আমজাদ হোসাইন ,আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার ।
নির্বাচন পরিচালনা করেন -এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ,মো: ইরফানুজ্জামান চৌধুরী ও সন্তু দাস ।
এদিকে বিজয়ী প্রেস ক্লাব কর্মকর্তাদের লণ্ডন থেকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী ,সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলাম ও ট্রেজারার আফসার উদ্দিন, আইন বিষয় সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেইন সহ অনেক মিডিয়া সাংবাদিক বৃন্দ।

সংবাদ পরিবেশককে

এম আবু তাহের চৌধুরী

Email -kalamchoudhury2@gmail.com
28 Castlemain street
London E1 5DA

[hupso]