» শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: 20. August. 2024 | Tuesday

শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবে মনোনীত

UAE সংবাদ প্রতিনিধি : শাহ আলম

উদীয়মান নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিক শাহ্ আলম

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজ ডেস্ক :

সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা এবং  মহান এবাদত ও বটে। সংবাদ বাহক হচ্ছেন একটি জাতির অভিভাবক। “সাংবাদিক লেখক গবেষকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে ও পবিত্র”  (আল হাদিস) স্বৈরাচার পতনের সংগ্রামে দেখা গেল অনেক মিডিয়া অনেক হলুদ সাংবাদিক লেখক গবেষক ইসলামি চিন্তাবিদ টিভি উপস্হাপক সাংবাদিক নামের কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। মিথ্যা তথ্য মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে স্বৈরাচার অগণতান্ত্রিক অবৈধ সরকারের চামচা চাটুকার বাটপার হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কিন্তু অনেক দেশ বিদেশের নির্ভীক সাংবাদিক, লেখক, গবেষক, উপস্থাপক, টিভি মিডিয়ার স্পিকার মুফতি, ইসলামি চিন্তাবিদ বৃন্দ তাঁরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সরকার তাঁদের কে হুমকি ধামকি মামলা হামলা জেল জুলুম নির্যাতন গুম খুন করে দমিয়ে রাখতে পারেনি। অনেক এই বিপ্লবের সময় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন।দুবাই প্রবাসী তরুণ শাহ আলম তেমনই একজন নির্ভীক দুঃসাহসি সাংবাদিক, যিনি দেশের এই ক্রান্তিলগ্নে সূদুর প্রবাস থেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্বৈরাচার অগণতান্ত্রিক অবৈধ সরকারের পতনে বিপ্লবী ভূমিকা পালন করেন। তার এই সাহসী ভূমিকা আরাফাত নিউজ পত্রিকা সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ এ হুসাইনকে মুগ্ধ করেছে। তাই তিনি তাকে  UAE সংবাদ প্রতিনিধি হিসেবে মনোনীত করেন।তিনি বলেন আমার বিশ্বাস শাহ্ আলম তার দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমগ্র আরব আমিরাত সহ সমগ্র বিশ্বে  প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের মনের সুখ দুঃখ বেদনা এবং সফলতা বিফলতা গুলো তুলে ধরার চেষ্টা করবেন। হলুদ সাংবাদিক লেখক গবেষক বক্তা গনের মুখুশ উন্মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সকলের ধারণা।

[hupso]