» ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ রাব্বির পাশে নবীউল্লাহ নবী

প্রকাশিত: 11. October. 2024 | Friday

বিএনপি নেতা নবীউল্লাহ নবী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের খোঁজ-খবর নিচ্ছেন প্রতিনিয়ত। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার যাত্রাবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী রাব্বিকে দেখতে যান তিনি। এসময় মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রাব্বির বর্তমান শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন নবীউল্লাহ নবী।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে কয়েকটি গুলি লাগে রাব্বির। যার একটি গুলি তার পেট ভেদ করে বের হয়ে যায়। এতে সংকটাপন্ন রাব্বির কয়েক দফা সার্জারির পর এখন অবস্থা কিছুটা স্থিতিশীল।

নবীউল্লাহ নবী বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচার সরকার যাত্রাবাড়ীকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল। যাত্রাবাড়ীতে শতাধিক মানুষকে মেরে ফেলা হয়েছে। আর আহত হয়েছেন আরও কয়েক হাজার- যাদের মধ্যে রাব্বির মতো অনেকের অবস্থাই গুরুতর। আজকে রাব্বি ভাগ্যক্রমে বেঁচে গেলেও তার স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা রয়েছে। এই নির্মমতা মেনে নেওয়ার নয়।’
নবীউল্লাহ নবী আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে রাব্বিদের মতো দুঃসাহসীরা রাজপথে নেমেছিল বলেই আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। বিগত অবৈধ সরকার ক্ষমতা ধরে রাখতে এমন কোনো জুলুম, নির্যাতন, হামলা, মামলা ও হয়রানি নেই যে তারা করেনি। তাদের প্রতিটি অপরাধের দৃষ্টান্তমূলক বিচার করা হবে।’

এদিন গুলিবিদ্ধ রাব্বিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান দেন নবীউল্লাহ নবী।

[hupso]