» ফতুল্লায় শেখ হাসিনাসহ ১৭৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: 22. August. 2024 | Thursday

নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার নিহত ফয়সালের বাবা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়।

মামলার বাদী জানান, গত ১৯ জুলাই বিকালে আন্দোলন চলাকালে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের ভূঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হয় ফয়সাল। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিহতের লাশ শনাক্ত করে নিয়ে আসে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

[hupso]