» হাফিজ আনোয়ার হোসেইন সৌদি আরব সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: 23. August. 2024 | Friday

হাফিজ আনোয়ার হোসেইনকে আরাফাত নিউজ পত্রিকা ইউকে সৌদি আরবের সংবাদ পরিবেশন করার জন্য সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক :

সাংবাদিকতা হচ্ছে একটি মহান পেশা এবং  মহান এবাদত ও বটে। সংবাদ বাহক হচ্ছেন একটি জাতির অভিভাবক। “সাংবাদিক লেখক গবেষকের কলমের কালি শহীদের রক্তের চেয়ে ও পবিত্র”  (আল হাদিস) স্বৈরাচার পতনের সংগ্রামে দেখা গেল অনেক মিডিয়া অনেক হলুদ সাংবাদিক লেখক গবেষক ইসলামি চিন্তাবিদ টিভি উপস্হাপক সাংবাদিক নামের কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। মিথ্যা তথ্য মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে স্বৈরাচার অগণতান্ত্রিক অবৈধ সরকারের চামচা চাটুকার বাটপার হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এসময় কিন্তু অনেক দেশ বিদেশের নির্ভীক সাংবাদিক, লেখক, গবেষক, উপস্থাপক, টিভি মিডিয়ার স্পিকার মুফতি, ইসলামি চিন্তাবিদ বৃন্দ তাঁরা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। সরকার তাঁদের কে হুমকি ধামকি মামলা হামলা জেল জুলুম নির্যাতন গুম খুন করে দমিয়ে রাখতে পারেনি। অনেক এই বিপ্লবের সময় সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দিয়েছেন। সৌদি আরব জেদ্দা প্রবাসী  তেমনই একজন নির্ভীক দুঃসাহসি সাংবাদিক, যিনি দেশের এই ক্রান্তিলগ্নে সূদুর প্রবাস থেকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্বৈরাচার অগণতান্ত্রিক অবৈধ সরকারের পতনে বিপ্লবী ভূমিকা পালন করেন। আমারা লক্ষ্য করলাম সেই ১৯৭১, ১৯৯০, এর গণঅভ্যুত্থানের সময় অনেক হলুদ সাংবাদিক লেখক গবেষক ইসলামি চিন্তাবিদ মুফতি নামের কলঙ্ক ২০২৪ এর গনঅভ্যুত্থানে ছিল নিরব নিস্তব্ধ নির্বিকার। তাঁরা ফেইসবুক পেইজে নিউজ করতে ভয় পেতো, কমেন্ট করতে ভয় পেতো, একটি সংবাদ শেয়ার করতে বিড়ালের মতো ভয় পেতো। কিন্তু তখন লক্ষ্য করলাম অনেক অনেক দেশপ্রেমিক বীর সাহসী মুক্তি যুদ্বা কলম সৈনিক নির্ভীক সাংবাদিক স্বৈরাচার সরকারের হুমকি ধামকি মামলা হামলা জেল জুলুম উপেক্ষা করে সূদুর প্রবাস থেকে এই একবিংশ শতাব্দীর জালিম ফেরাউন সরকারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে।সেই দুঃসাহসী গানের মধ্যে অন্যতম হলেন উদীয়মান তরুণ সাহসী স্যোসিয়াল মিডিয়া সাংবাদিক প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হাফিজ আনোয়ার হোসেইন।

তার এই সাহসী ভূমিকা আরাফাত নিউজ পত্রিকা সম্পাদক এবং প্রকাশক মোহাম্মদ এ হুসাইনকে মুগ্ধ করেছে। তাই তিনি তাকে সমগ্র সৌদি আরব সংবাদ প্রতিনিধি হিসেবে মনোনীত করেন।তিনি বলেন আমার বিশ্বাস তিনি তাঁর দক্ষতা অভিজ্ঞতা কাজে সৌদি আরব এবং সহ সমগ্র বিশ্বে প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের মনের সুখ দুঃখ বেদনা এবং সফলতা বিফলতা গুলো তুলে ধরার চেষ্টা করবেন। হলুদ সাংবাদিক লেখক গবেষক বক্তা গনের মুখুশ উন্মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন এটাই সকলের ধারণা।

[hupso]