News Head

» ‘ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যই ছাত্র-জনতা আন্দোলন করেছে’

প্রকাশিত: 16. November. 2024 | Saturday

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যেই সংসদ নির্বাচন দিবে বলে জামায়াত বিশ্বাস করে। দেশের মানুষ যেন তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন, এজন্যই দেশের ছাত্র-জনতা আন্দোলন করেছে, অকাতরে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

শনিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, পতিত স্বৈরাচার সরকারের সকল লোকই শিক্ষিত ছিল। কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকায় দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সাথে সাথে তারা নির্বিচারে দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। চরিত্রহীন মানুষ পশুর সমান। তাই শুধু শিক্ষিত নয়, দেশে নৈতিক চরিত্র সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। চরিত্রবান মানুষ তৈরির জন্য দেশের শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। শিক্ষকরা আগে নিজে ভালো করে শিক্ষা গ্রহণ করে, পরে শিক্ষার্থীদের সুন্দরভাবে সুশিক্ষা প্রদান করতে হবে।
তিনি বলেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীকে সুযোগ দিলে জামায়াত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিবে, স্কুল-কলেজের মতো মাদরাসা শিক্ষায় সকল সুযোগ-সুবিধা দিবে এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে নাটোর জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. ইকবাল হোসেন ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক হাফেজ ড. আব্দুল্লাহ আল মামুন, নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর মো. নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জামায়াত নেতা অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষক আফসার আলী ও প্রভাষক আলী আল মাসুদ মিলন প্রমুখ।

[hupso]