News Head

» হাসিনা রক্তের হোলিখেলা পছন্দ করে: টুকু

প্রকাশিত: 28. November. 2024 | Thursday

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা শুধু রক্তের হোলিখেলা পছন্দ করেন। সাইদ ও মুগ্ধদের মতো দুই হাজারের বেশি শহিদদের এতো রক্ত ঝড়েছে তাও তার মনে কোন অনুতপ্তের উদয় হয়নি। উল্টো রক্তপিপাসু হাসিনা নিলর্জ্জের মতো বলেছে, সাইদ মারা গেছে রক্তক্ষরনে।

শেখ হাসিনাকে উদ্দেশ্যে করে তিনি বলেন, তুমি সাইদের মাকে জিজ্ঞেস করো, তার বুকে কি রক্তক্ষরণ হচ্ছে। যদি তোমার ছেলের এরকম হতো তাহলে তুমি কি এ কথা বলতে পারতে? এমনকি আওয়ামীলীগের কেউ অনুতপ্ত হয়নি। মুলত হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা পছন্দ করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্রে বিশ্বাসী ছিলেন। বেগম খালেদা জিয়াও গনতন্ত্রে বিশ্বাসী বলেই ২০০৮ সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলে ছিলেন। বেগম খালেদা জিয়া পালিয়ে যায়নি। বিএনপি পালায়নি। আর খুনী হাসিনা গনতন্ত্র হত্যা করে ও দেশের মানুষের রক্ত নিয়ে হোলি খেলে নির্বাচন করেছে।

সমাবেশে তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আওয়ামীলীগ বিষধর সাপ। এ সাপের সাথে কোন সম্পর্ক রাখবেন না। কোন সম্পর্ক রাখলে বা তাদের উপার্জিত হারাম টাকা খেলে বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারা বিএনপি করতে পারবেন না। যারা বিএনপির সাথে বেঈমানি করে আওয়ামীলীগ নামধারী বিষধর সাপকে আশ্রয়-প্রশ্রয় দিবেন তারা একসময় সেই বিষধর সাপের ছোবলে পড়ে মারা পড়বেন।

উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি শামীম, রাশেদুল হাসান রঞ্জন, যুবদল নেতা মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ছাত্রদল নেতা জোনায়েদ আহমেদ সবুজ, সিরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

[hupso]