- জমকালো আয়োজনে স্কানথর্প বাংলাদেশী কমিউনিটির মিলনমেলা সম্পন্ন
- আর্তমানবতার সেবায় ফ্রেন্ডস অব বাংলাদেশ (এফওবি), ইউকে’র আরও এক ধাপ অগ্রগতি
- মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত – দি ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে
- লোটন ব্যারিপার্ক মসজিদে স্বরণ সভা ও দোয়া মাহফিল
- Wales Flood Update | ওয়েলসের বন্যা পরিস্থিতি
- নিজ ইউনিয়নের মানুষের ভালোবাসায় অভিভূত অহিদ আহমদ
- লোটনের মুসলিম কমিউনিটির এক অবিস্মরণীয় নেতার চিরবিদায়
- লুটনে খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে প্রবাসী সিলেট-১ আসনের নেতৃবৃন্দের মতবিনিময়
- কী নির্মাণ হচ্ছে আলী আমজদের ঘড়িঘরে- এম এ হোসেইন
- ১৭ বছর হতে কমিটি বিহীন লোটন বিএনপি!! দুই গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে সংঘর্ষ!!
» রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা,গর্বিত আলীনগরবাসী- এম এ হোসেইন
প্রকাশিত: 10. March. 2025 | Monday

রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা, গর্বিত আলীনগরবাসী – এম এ হোসেইন
মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান নিউজ ডেস্ক থেকে :
যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের নাম রিফাত চৌধুরী। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ নিঃস্বার্থ সমাজ সেবক শাহজাহান চৌধুরীর এই গর্বিত সন্তান নিজের মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তিনটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান General Motors (GM), Ford এবং Chrysler-এ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন।
শৈশব থেকে স্বপ্নের পথে
রিফাত চৌধুরী বাংলাদেশে তার প্রাথমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করার পর পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি তার প্রবল আগ্রহ ছিল, যা তাকে Software Engineering-এ উচ্চশিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করে। মিশিগানকে বলা হয় “মোটর সিটি”, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানিগুলো অবস্থিত। ছোট ভাই রিফাত যখন মিশিগানে আসে, তখন তার বড় ভাই তাকে GM, Ford এবং Chrysler-এর গৌরবময় ইতিহাস ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
GM-এর সদর দপ্তরের সামনে দিয়ে প্রতিদিন যাতায়াতের সময় রিফাত মনে মনে স্বপ্ন দেখতেন—একদিন এই প্রতিষ্ঠানের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তিনি নিজেকে ধাপে ধাপে প্রস্তুত করতে থাকেন, কৃতিত্বের সাথে Software Engineering ডিগ্রি সম্পন্ন করেন এবং গাড়ি শিল্পে ক্যারিয়ার গড়ার লক্ষ্য নির্ধারণ করেন।
সফলতার নতুন দিগন্ত
একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রমাণ করার পর গত দুই বছর ধরে Chrysler-এ গাড়ির ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে সরাসরি নিয়োগপ্রাপ্ত (Direct Employee) হয়ে কাজ করছেন রিফাত। সম্প্রতি তার অসাধারণ দক্ষতার স্বীকৃতি স্বরূপ GM এবং Ford থেকেও চাকরির প্রস্তাব এসেছে।
GM থেকে গাড়ির ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশন অপারেশনস ইঞ্জিনিয়ার, আর Ford থেকে ডিজাইন রিলিজ ইঞ্জিনিয়ার হিসেবে সরাসরি নিয়োগের অফার পেয়েছেন তিনি। মাত্র পাঁচ বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান থেকে সরাসরি নিয়োগের এই বিরল অর্জন রিফাতের কঠোর পরিশ্রম ও প্রতিভার উজ্জ্বল প্রমাণ।
এক অনুপ্রেরণার নাম রিফাত চৌধুরী
রিফাত চৌধুরীর এই সাফল্য শুধু তার একার নয়, এটি মিশিগানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত। তার অদম্য প্রচেষ্টা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস আজ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তরুণ প্রজন্মের জন্য তিনি এক উজ্জ্বল অনুপ্রেরণা, যারা স্বপ্ন দেখে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দেওয়ার।
আলীনগরের এই কৃতি সন্তান প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তার এই অসামান্য সাফল্য শুধু বাংলাদেশি প্রবাসীদের গর্ব নয়, বরং গোটা বাংলাদেশের জন্যও এক অনন্য অর্জন।
রিফাত চৌধুরীর জন্য রইলো শুভকামনা। তার এই পথচলা ভবিষ্যতে আরও সমৃদ্ধ হোক, নতুন উচ্চতায় পৌঁছাক—এটাই আমাদের কামনা।
প্রতিবেদক: মোহাম্মদ আনোয়ার হোসেইন, ইউকে
[hupso]সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক