News Head

» নিজ ইউনিয়নের মানুষের ভালোবাসায় অভিভূত অহিদ আহমদ

প্রকাশিত: 14. September. 2025 | Sunday

 

নিজ ইউনিয়নের মানুষের ভালোবাসায় অভিভূত অহিদ আহমদ

দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেয়া ছাড়া কোনো বিকল্প নেই

 

নিউজ ডেস্ক

সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজর আ. ম. অহিদ আহমদ নিজ ইউনিয়নে মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় উপস্থিত জনস্রোতে অভিভূত হয়ে তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হয়ে এই অঞ্চলের সকল উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবো—ইনশাআল্লাহ।”

হেতিমগঞ্জ বাজারের তায়্যিবা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আতা। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন এবং গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান স্বপন।

এছাড়া বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহমেদ, পৌর যুবদলের আব্দুল আজিজ মুন্না, শাহীন আহমদ, শাহনুর আহমদ, আব্দুস শহীদ, মিজান আহমদ, কামাল আহমদ, রাহেল আহমদ, রিপন আহমদ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইজ্জাদ আহমদ, সেক্রেটারি তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের নেতা তাহের আহমদ এনু, শানাই আহমদ, সাবেক মেম্বার আনা মিয়া, মতুক মিয়া প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিপার আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে অহিদ আহমদ বলেন, “পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের কারণে দেশের যেমন ক্ষতি হয়েছে, তেমনি বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দেশনায়ক তারেক রহমান ৩১ দফা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন। তাই দেশের উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। জনগণও এর জন্য উন্মুখ হয়ে আছে।”

সভা শেষে তিনি স্থানীয় বাজারে গণসংযোগ করেন এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Arafatnews UK সম্পাদক: এম. এ. হুসেইন
বার্তা প্রেরক : ফয়ছল আলম

[hupso]