News Head

» লোটন ব্যারিপার্ক মসজিদে স্বরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: 24. September. 2025 | Wednesday

ব্যারিপার্ক জামে মসজিদের সভাপতি মরহুম হাজী আবুল হোসেইন  স্মরণে  দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যের লুটনের ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির অভিভাবক এবং ঐতিহাসিক ব্যারিপার্ক জামে মসজিদের দীর্ঘ দিনের খাদিম সভাপতি মরহুম হাজী আবুল হোসেইনের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল  গত ২১ সেপ্টেম্বর ২০২৫, রোববার যোহর নামাজ শেষে ব্যারি পার্ক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

 

লোটনের বিভিন্ন মসজিদের পরিচালনা কমিটির সন্মানিত সদস্য বৃন্দ  ঈমাম মুসল্লী গনের উপস্থিত ছিল চোখে পড়ার মত। তাদের মধ্যে উল্লেখ যোগ্য লোটনের  বৃহত্তর জালালাবাদ জামে মসজিদ , আল -বেলাল জামে মসজিদ, ষ্টপলি, ফার্লহিল হকয়েল রিং  জামে মসজিদ, মদীনা জামে মসজিদ কমিটির সিনিয়র জুনিয়র সদস্য বৃন্দ। দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে

মসজিদের ঈমাম ফেরদৌস আহমদের উপস্থাপনায় বক্তারা মরহুম হাজী আবুল হোসেইনের অবিস্মরণীয়  অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন।  আলোচনায় তাঁর মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা চেতনা নিরলস নিঃস্বার্থ ভাবে দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করে  মসজিদ মাদ্রাসার খেদমত, মানবতাবাদী সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড এবং কমিউনিটির জন্য নিরলস জনহিতকর কাজের কথা বিশেষভাবে তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেন মুফতি আনসার আহমদ সাবেক ইমাম ছাদ উদ্দিন, মসজিদ কমিটির সদস্য হাজী হারুন মিয়া, জালালাবাদ জামে মসজিদের সভাপতি কাজী সাদেক আহমেদ এবং ব্যারি পার্ক জামে মসজিদের সাবেক ইমাম মুফতি আব্দুল হান্নান সাহেব সহ অনেক গণ্য মান্য অতিথি বৃন্দ।

 বিশিষ্ট মুরব্বিদের অবিস্মরণীয় স্মৃতি বিজড়িত ছবি 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বেলাল জামে মসজিদের সভাপতি জনাব সওয়াব আলী, সামাদ ট্রাভেলসের পরিচালক আজাদ মিয়া, জমজম ট্রাভেলসের পরিচালক জাহাঙ্গীর মিয়া, আফ ট্রাভেলসের পরিচালক নূরুল হক, বিবিবিএফ সহ-সভাপতি এম এ মালিক, প্রফেসর আনোয়ার হোসেইন, আসুক আহমদ এমবি, মাওলানা নূরুল আমিনসহ কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যারিপার্ক জামে মসজিদের সেক্রেটারি আহমদ কাজী, সদস্য হাজী আখতার হোসেইন, শহীদ  আহমদ  সাংবাদিক ও আল আরাফাত টিভি ইউকের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেইন সহ আরও অনেক প্রবীণ মুরব্বিগন।

সভায় শুরুতে সুরা ইয়াসিন তেলাওয়াত করা হয় এবং তার সওয়াব জীবিত ও মৃত সকল মুসলিমের রূহের উদ্দেশ্যে ইসালে সওয়াব করা হয়। মোনাজাতে মরহুম হাজী আবুল হোসেইন সাহেবের মাগফিরাত কামনা করা হয়। মহান রাব্বুল আলামিনের দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌসের কামনা করা হয়। তার পাশাপাশি
সভায় মুসলিম উম্মার জন্য বিশেষ মোনাজাত করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি  মুফতি আব্দুল হান্নান।

মুনাজাত শেষে  উপস্থিত সকল মুসল্লী গনের  মধ্যে শিন্নি বিতরণ করা হয়।

 

[hupso]