News Head

» আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের : সচিবালয় কর্মকর্তা গনের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় 

প্রকাশিত: 26. October. 2025 | Sunday

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের সচিবালয় কর্মকর্তা গনের সঙ্গে  গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময়

স্টাফ রিপোর্টার | ঢাকা

আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করতে আজ বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিক সফর অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া নেতৃত্বে প্রতিনিধি দল সচিবালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে বৈঠক করেন।

অর্থ উপদেষ্টা সচিবালয়ের সঙ্গে রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রয়োজনীয় সরকারি নথিপত্র দাখিলসহ আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে দলের সদস্যরা স্মৃতিচিহ্ন হিসেবে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

সফরকালে উপস্থিত ছিলেন—

  • জাতীয় দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার সম্মানিত সম্পাদক ও প্রকাশক মাহাবুবুল হক
  • বার্তা সম্পাদক এস. এম. শাহজালাল সাইফুল

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি প্রতিকার নিশ্চিত করতে আমাদের ফাউন্ডেশন কাজ করছে। সরকারি প্রশাসনের সহযোগিতা ছাড়া এই সেবা কার্যক্রম শক্তিশালী করা সম্ভব নয়। আজকের এই সফরের মাধ্যমে পারস্পরিক কর্মসম্পর্ক আরও সুদৃঢ় হলো।”

উল্লেখ্য, আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন সংবাদকর্মীদের আইনি সহায়তা, ন্যায়বিচার নিশ্চিতে সহযোগিতা এবং সাংবাদিকতার সুরক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। এদিকে  ফাউন্ডেশনের উপদেষ্টা যুক্তরাজ্য জার্নালিস্ট মোহাম্মদ আনোয়ার হোসেইন এই গুরুত্বপূর্ণ মতবিনিময় কে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের সভাপতি লাভলু মিয়াকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ফাউন্ডেশনের উত্তর উত্তর উন্নতি কামনা করেন তিনি।

International Journalist Legal Aid Foundation Delegation Visits Bangladesh Secretariat

A delegation from the International Journalist Legal Aid Foundation (IJLAF) paid an important official visit to the Bangladesh Secretariat today to accomplish several administrative procedures and engage in productive discussions with government officials.

The delegation was led by Mr. Md. Lavlu Mia, Chairman of IJLAF, who personally oversaw and completed the required government documentation during the visit.

Following a constructive discussion on several state-level issues, the team had a formal meeting at the Economic Adviser’s Office inside the Secretariat. After completing official proceedings, the delegation participated in a photo session, marking the day as a memorable milestone for the foundation.

Accompanying Mr. Lavlu Mia were:

  • Mahabubul Haque, Editor & Publisher of the national daily Shirsho Oporadh
  • S. M. Shahjalal Saiful, News Editor

Chairman Md. Lavlu Mia stated:
“Our foundation is committed to ensuring legal protection and justice for journalists at home and abroad. Strengthening cooperation with government institutions is essential to achieving this mission. Today’s visit has opened new doors of collaboration.”

The International Journalist Legal Aid Foundation works to promote press freedom, provide legal assistance to journalists in need, and protect the rights of media professionals. The foundation expressed optimism that stronger cooperation with state agencies will further enhance its mission in the days ahead.

[hupso]