- রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ
- স্বর্ণের দাম বাড়ল, কাল থেকে কার্যকর
- দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি’
- আমিরাতের জাতীয় দিবসে চার দিনের ছুটি ঘোষণা
- ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দিলেন ভাইস প্রেসিডেন্ট
- সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা জানালেন বদিউল আলম
- রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
- কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি
- ম্যাডামকে সম্মান দেওয়ায় গোটা জাতি আনন্দিত
- সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
» চাঁদাবাজি এবং দখলের সাথে জড়িত থাকলে আজীবন বহিষ্কার: নীরব
প্রকাশিত: 09. September. 2024 | Monday
চাঁদাবাজি এবং দখলের সাথে জড়িত থাকলে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাইফুল আলম নীরব।
সোমবার ৯ সেপ্টেম্বর রাজধানী শাহজাদপুরে ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নীরব বলেন, আওয়ামী লীগের ৩০০ এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কারণ তারা এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। অর্থ পাচার করেছে। এদেশের ছাত্রদেরকে হত্যা করেছে। সাধারণ মানুষদেরকে গুম করেছে। তাই তাদের সৎ সাহস নাই এ দেশে থাকার।
যুবদলের সাবেক এই সভাপতি আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় ২৭০০ জন ছাত্র জনতা কে হত্যা করেছে। সে একজন হত্যাকারী। তাই অনতিবিলম্বে তাকে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শেখ হাসিনা ভারতে বসে ভারতের সাথে মিলে বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছে। আমরা দেশনেতা রহমানের নেতৃত্বে তাদের সেই সব চক্রান্তকে ধুলিস্যাৎ করে দেব।
তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো এ দেশে রয়ে গেছে। তারাই বিভিন্ন দল করে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। বিভিন্ন দোকানপাট দখল করছে। তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক এম এ কাইয়ুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, বাড্ডা থানা যুবদল নেতা বাবুল হোসেন মীর সহ বাড্ডা থানা বিএনপির নেতা কর্মীরা উপস্তিত ছিলেন প্রমুখ।
[hupso]