- রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ
- স্বর্ণের দাম বাড়ল, কাল থেকে কার্যকর
- দুঃশাসন থেকে দেশ রক্ষা পেলেও সংকট এখনো কাটেনি’
- আমিরাতের জাতীয় দিবসে চার দিনের ছুটি ঘোষণা
- ফিলিপাইনের প্রেসিডেন্টকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দিলেন ভাইস প্রেসিডেন্ট
- সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব, যা জানালেন বদিউল আলম
- রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
- কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: আইজিপি
- ম্যাডামকে সম্মান দেওয়ায় গোটা জাতি আনন্দিত
- সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
» সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন হবে : শিশির মনির
প্রকাশিত: 13. October. 2024 | Sunday
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় স্পর্শকাতর মানুষ জড়িত। তাদের নাম আসামি হিসেবে বিভিন্ন সময় এসেছে। ফাইলটি খুবই গোপনীয়। একজন-দু’জন মানুষ আছেন, যারা গোপনে স্বীকারোক্তি দিয়েছেন, একজন রাজসাক্ষী হতে চাচ্ছেন। আমি আশাবাদী রহস্যের উন্মোচন হবে। এটি তদন্তে সরকার একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে। এতে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, যাদের তদন্ত নিয়ে ভালো পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ভালো কিছু বের হয়ে আসবে বলে আমরা আশাবাদী।
রবিবার দুপুর ২টায় সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে।
শিশির মনির বলেন, যেহেতু ১২ বছর হয়ে গেছে কিছু আলামত ধ্বংস হয়ে গেছে। কিছু আলামতের ক্লু পাওয়া গেছে। কিন্তু অরিজিনালটা পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে এগুলোকে কেউ কেউ ধ্বংস করে ফেলেছেন। রহস্য উদঘাটন কিছুটা পসিবল মনে হচ্ছে, বাকিটা বলতে পারছি না। কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর।
তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন সম্পূর্ণরূপে বাতিল করে দিতে হবে বলে সরকারের কাছে মতামত দিয়েছি। এই ধরনের আইন কোনো সভ্য-ভদ্র সমাজে থাকতে পারে না। এটি লাউড এন্ড ক্লিয়ার। মানুষের যদি কথা বলার অধিকার না থাকে, সংবিধান স্বীকৃত অধিকার না থাকে, তাহলে সাংবাদিকতার মানে থাকে না, বাক স্বাধীনতার মানে থাকে না এবং গণতন্ত্র ক্রিয়াশীল থাকে না।
গণতন্ত্রে অনুসন্ধানী সাংবাদিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি যদি না থাকে, তবে সাংবাদিকদের কোনো প্রাণ থাকে না বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামস উদ্দিন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস তালুকদার প্রমুখ।
সাংবাদিক জসিম উদ্দিন, সেলিম আহমদ তালুকদার ও সোহেল আলম সভা সঞ্চালনা করেন।
[hupso]