» হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি রহিম উল্লাহ

প্রকাশিত: 13. October. 2024 | Sunday

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রহিম উল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। রবিবার দুপুরে ফেনী সদর আমলী আদালত-১ এ রহিম উল্লাহকে হাজির করা হলে আদালতের বিচারক ফাতেমাতুজ জোহরা মুনা তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আগামীকাল সোমবার মামলা ও রিমান্ডের শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হাসান তানিম জানান, রহিম উল্লাহর দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

আদালত সূত্রে জানাগেছে, সোমবার তার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
বাদীপক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার রিমান্ড চাওয়া হবে, সোমবার আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. রহিম উল্লাহকে (৬৬) শনিবার ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

প্রসঙ্গত; রহিম উল্লাহ ২১ বছর সৌদি আরবের জেদ্দা প্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

[hupso]