News Head

» চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: 17. October. 2024 | Thursday

চট্টগ্রাম নগরের জামালখানের সাদিয়া’স কিচেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

রেস্টুরেন্টের খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার, ফ্রিজে বাসি রান্না করা ভাত, গ্রিল এবং বিভিন্ন ধরনের রান্না ও ভাজি করা মুরগির মাংস সংরক্ষণ করায় এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

একই অভিযানে পণ্যের মোড়কবিধি লঙ্ঘন, নির্ধারিত মূল্য বেশি লেখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রাতুল ড্রাগ হাউসকে ১৫ হাজার টাকা ও নিউ মনীষা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভবিষ্যতে যেন এমন অপরাধ সংঘটিত না হয় সে বিষয়ে জরিমানার সঙ্গে সঙ্গে সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

[hupso]