» পরিবেশ উপদেষ্টার নির্দেশে যৌথ অভিযান : গুলশান লেকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: 22. October. 2024 | Tuesday

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর গুলশান লেকের ওপর নির্মিত অস্থায়ী স্থাপনা এবং তৎসংলগ্ন স্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় ২২ অক্টোবর এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লেক দখলের উদ্দেশ্যে অবৈধভাবে নির্মিত স্থাপনা, তৎসংলগ্ন নার্সারি, টিনশেড রুম ও লেকের মধ্যে দখলকৃত বাঁশ ও নেট উচ্ছেদ করা হয় এবং ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষিত গুলশান-বারিধারা লেক দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারসহ পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয় টিম, রাজউক টিম এবং গুলশান সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইসরাত জাহান উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

[hupso]