News Head

» বাড্ডায় ছাত্র-জনতার ওপর গুলি, যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: 26. October. 2024 | Saturday

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে রাজধানীর পূর্ব বাড্ডা ইউসুফ স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গত ২০ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বাড্ডার এএমজি হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এমদাদুল নামে এক ব্যক্তি। ওই শান্তিপূর্ণ আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে এমদাদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ভিকটিম এমদাদুলের চাচাতো ভাই সাইফুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।

ডিসি বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে মিজানের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। আসামি মিজান ২০২২ সালের বাড্ডা থানার একটি প্রতারণা মামলার আসামি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

[hupso]