» প্রধান বিচারপতির সঙ্গে ভলকার তুর্কের বৈঠক

প্রকাশিত: 29. October. 2024 | Tuesday

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে বিকাল ৩টা থেকে ৪০ মিনিটব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে ভলকার তুর্ক বাংলাদেশের দেশের বিচার বিভাগের আধুনিকায়নে প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের প্রশংসা করেন। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকীকরণে প্রধান বিচারপতির গৃহীত বিভিন্ন উদ্যোগের সফলতা কামনা করেন। বিশেষ করে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন গঠন দেশে সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এই হাইকমিশনার।
বৈঠকে প্রতিনিধি জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস, সিনিয়র হিউম্যান রাইটস এডভাইসর হুমা খান, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান স্পোকস পার্সন রাভিনা শামদাসানি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগভাম, মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কোসেনজা উপস্থিত ছিলেন।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার সকালে বাংলাদেশে দুইদিনের সফরে এসেছেন। হাইকমিশনার তার মিশন শেষে বুধবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন।

[hupso]