News Head

» দেড় বছর পর পূর্ণাঙ্গ সিলেট মহানগর বিএনপির কমিটি

প্রকাশিত: 04. November. 2024 | Monday

সম্মেলনের প্রায় দেড় বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে সিলেট মহানগর বিএনপি। পূূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে সম্মেলনে গোপন ভোটে নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনকে।

পূর্ণাঙ্গ কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। সাধারণ সম্পাদকের পদে বহাল রয়েছেন ইমদাদ হোসেন চৌধুরী।

সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জানানো হয়।
১৭০ সদস্যের কমিটিতে ডা. নাজমুল ইসলাম সিনিয়র সহসভাপতি, ও নজিবুর রহমান ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে ২০ জন সহসভাপতি, ১৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ৪ জন রাখা হয়েছে।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরীকে।

[hupso]