News Head

» বাংলাদেশ সেন্টারকে চ্যারেটি কমিশনের খোলা চিঠি

প্রকাশিত: 06. November. 2024 | Wednesday

কাউন্সিল অব ম্যানেজমেন্ট এর বৈধতা নিয়ে চলমান মতানৈক্য নিরসনে বাংলাদেশ সেন্টারকে ১৬ অক্টোবর ২০২৪ চ্যারিটি কমিশনের খোলা চিঠি

 

নিউজ ডেস্ক:

বাংলাদেশ চ্যারেটি কমিশনের খোলা চিঠি পেয়ে গোপন করে রেখেছে। ট্রাষ্টি বৃন্দ কে সাথে সাথে এই চিঠি সম্পর্কে বিস্তারিত অবিহিত করার নির্দেশ দেয়া হলেও তা মোটেই অবগত করা হয়নি। এনিয়ে বিষণ উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে। বিশ্বস্ত সূত্র ধরে জানা যায়
সম্প্রতি বাংলাদেশ সেন্টারকে পাঠানো এক নির্দেশনায় চ্যারিটি কমিশন বলেছে যে বাংলাদেশ সেন্টারের ব্যবস্থাপনা কমিটির বৈধতা নিয়ে চলমান সংকট ও মতানৈক্যের বিষয়ে তারা সম্পূর্ণভাবে অবহিত রয়েছেন। এই কলহ ও মতানৈক্য নিরসন করে কমিটির বৈধতা নিরুপনের জন্য চ্যারিটি কমিশন একটি নিরপেক্ষও সালিশ নিয়োগের পরামর্শ দিয়েছে।
(উলেখ্য এই সালিশ গঠনের বিষয় বাংলাদেশ সেন্টারের সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে।
চ্যারিটি রেগুলেশন অনুসারে এই সংকট নিরসনে সংবিধানের নিয়ম মেনে চলা অপরিহার্য)।
চ্যারিটি কমিশন আরো বলেছে যে এই ধরণের বিতর্ক ও মতানৈক্য চ্যারিটি সংস্থাতে খুঁজে পাওয়া খূব বিরল। কেননা এই অনৈক্য সংস্থাটির স্থাবর ও্যঅস্থাবর সম্পদ ও সার্ভিসের জন্য মারাত্মক ক্ষতিকর।
কমিশন বলেছে তারা সাধারণত এই সব মতানৈক্যের ব্যাপারে জড়িত হতে চায় না। তারা দেখতে চায় ট্রাস্টিরা যেন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়িটি নিস্পত্তি করেছেন। কিংবা নিরপেক্ষ সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পিত্তি করা হয়েছে। তবে যদি সব প্রচেষ্ঠা ব্যর্থ হয় তাহলে বিষয়টি নিরসনে তারা এগিয়ে আসতে বাধ্য হবে ।
কমিশন আরো বলেছে এই নির্দেশ যেন প্রতিটি ট্রাস্টির কাছে যথাযত ভাবে প্রেরণ করা হয়। কমিউনিটি নেতা ইফতেখার হোসেইন শিপন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী  এই রিপোর্ট লেখা পর্যন্ত চ্যারিটি কমিশন প্রেরিত নির্দেশনা সকল ট্রাস্টির কাছে পাঠানো হয়নাই বলে অভিযোগ রয়েছে।
[hupso]