- ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল
- আয়নাঘরে আমারও থাকার অভিজ্ঞতা হয়েছিল : উপদেষ্টা নাহিদ
- গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন : বদিউল আলম
- আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না : মাসুদ সাঈদী
- আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিলো আমিরাত
- ভয়েস অব আমেরিকার জরিপ : সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে
- আইনজীবী হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা
- ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় : হেফাজত
- ঘূর্ণিঝড় ফিনজাল, শনিবার ৩ বিভাগে বৃষ্টি হতে পারে
- ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
» জেনেভায় উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
প্রকাশিত: 09. November. 2024 | Saturday
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের জেনেভায় হেনস্তার প্রতিবাদে জানিয়েছেন আইন বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। জড়িতদের শাস্তির দাবি তুলেছেন তারা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে করেন আইন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
সমাবেশে আন্তর্জাতিক আদালতের সাবেক বিচারক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শাহজাহান সাজু বলেন, ‘সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করে শাস্তি আওতায় আনতে হবে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুইজারল্যান্ডের অ্যাম্বাসেডরকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানাবো কেন এই অপ্রীতিকর ঘটনা ঘটল সেখানে।’
এমন ঘটনা ফৌজদারি আপরাধ উল্লেখ করে বিএনপি নেতা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘কতিপয় জয় বাংলা স্লোগানধারী যেভাবে উপদেষ্টা আসিফ নজরুলের পথরুদ্ধ করেছে শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক আইনেও সেটি ফৌজদারি আপরাধের মধ্যে পরবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যেন স্টেট টু স্টেট যোগাযোগ করে আসিফ নজরুলকে অপদস্ত করার ভিডিওটি সুইজারল্যান্ডের সরকারের কাছে পাঠানো হয়।’
একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলও প্রতিবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক ড. আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সাদা দল উল্লেখ করেন, ‘জেনেভা এয়ারপোর্টে দুর্বৃত্তরা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার দুঃসাহস দেখিয়েছে বলে, আমরা মনে করি। আমরা এ অবস্থার পুনরাবৃত্তি দেখতে চাই না।’
শেষাংশে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে সাদা দল।
এদিকে, বাংলাদেশ আইন সমিতির দপ্তর বিষয়ক উপ-কমিটির সদস্য বেল্লাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দোষীদের সনাক্তপূর্বক বিচারের মাধ্যেম দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে বাংলাদেশ আইন সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক কাজী মাহফুজুল হক সুপণ এবং সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান খান।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনতিবিলম্বে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের।
[hupso]