News Head

» আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: 14. November. 2024 | Thursday

সুইজারল্যান্ডে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জেনেভায় হেনস্থার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ওই ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। আর মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগপ্রাপ্ত মিজানকে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, উপদেষ্টা ড. আসিফ নজরুল জেনেভায় আইএলও অফিসে এক বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পথে ৬ নভেম্বর জেনেভা বিমানবন্দরে হেনস্তার শিকার হন তিনি।

[hupso]