- ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর : আসিফ নজরুল
- আয়নাঘরে আমারও থাকার অভিজ্ঞতা হয়েছিল : উপদেষ্টা নাহিদ
- গত ৩ নির্বাচনে সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন : বদিউল আলম
- আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব না : মাসুদ সাঈদী
- আরও ৭৫ বাংলাদেশিকে মুক্তি দিলো আমিরাত
- ভয়েস অব আমেরিকার জরিপ : সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি ‘নিরাপত্তা’ পাচ্ছে
- আইনজীবী হত্যায় কাউকে ছাড় দেওয়া হবে না : ধর্ম উপদেষ্টা
- ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয় : হেফাজত
- ঘূর্ণিঝড় ফিনজাল, শনিবার ৩ বিভাগে বৃষ্টি হতে পারে
- ভারতে কূটনৈতিক মিশনে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বাংলাদেশের
» রাবিতে ফুটবল টুর্নামেন্টে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অনেকে
প্রকাশিত: 18. November. 2024 | Monday
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃফুটবল টুর্নামেন্টে আইন ও মার্কেটিং বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আইন বিভাগের এক শিক্ষকসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ লাঠি-সোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান করছে। সোমবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, উভয়পক্ষকে ঝামেলা থেকে দূরে থাকার আহ্বান করেছি। বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডি কাজ করছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬ পর্বের খেলা শেষে মার্কেটিং ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। স্লেজিং (একে অপরকে ভুয়া বলে সম্বোধন) করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে আইন বিভাগের শিক্ষার্থী আহতের প্রতিবাদে লাঠি-সোঁটা নিয়ে বিক্ষোভ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে এসে অবস্থান নেয় আইন বিভাগের শিক্ষার্থীরা। ভবনের অন্যপাশে লাঠি-সোঁটা নিয়ে আগে থেকেই ছিলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। দুপাশে অবস্থান নিয়ে রাস্তায় ইটপাটকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ উভয়পক্ষ স্লেজিং করছে। উভয় বিভাগের শিক্ষকরা পরিস্থিতি শান্ত্ব করার চেষ্টা করছে।
এর আগে, টুর্নামেন্টের রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা হয়। এতে মার্কেটিং বিভাগ ১ গোলে বিজয়ী হয়। খেলা চলাকালে উভয় পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার একপর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে ভুয়া বলে শ্লোগান দিতে শুরু করলে বাকবিতণ্ডা বাধে। খেলা শেষে আইন বিভাগ আগে স্টেডিয়াম ত্যাগ করে। পরে মার্কেটিং বিভাগ বের হয়। কিন্তু স্টেডিয়াম গেটে ফের উভয় পক্ষের কিছু শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়ায়। এতে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান মাথায় আঘাত ইট লেগে আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আইন বিভাগের আরো কয়েকজন আহতে খরব পাওয়া গেছে। দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটে এবং তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি ড. সায়েদা আঞ্জু জানান, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মেডিকেলে আছি। আগে চিকিৎসা পরে অন্য বিষয়ে আলোচনা হবে। এ বিষয়ে কথা বলতে মার্কেটিং বিভাগের সভাপতি ড. নুরুজ্জামান এ মুহূর্তে কথা বলতে অস্বীকৃতি জানান।
[hupso]