News Head

» বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই : ডা. জাহিদ

প্রকাশিত: 27. November. 2024 | Wednesday

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তিনি।

বুধবার শহীদ ডাক্তার মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় বিএনপিনেতা ডাক্তার জাহিদ বলেন, ৯০ ও ২৪-এর গণঅভ্যুথান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে।

ছাত্র-জনতার আন্দোলন ব্যর্থ করার জন্য পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, ইসকননেতা চিন্ময়কে গ্রেফতার নিয়ে ভারতের উদ্বেগ দেখানোর কিছু নেই, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এসময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ৯০-এর অভ্যুত্থান ও ২৪ এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। দেশে নতুন করে কোন স্বৈরাচারকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

[hupso]