News Head

» প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে প্রবাসী প্রতিনিধি দলের বৈঠক ফলপ্রসূ হয়েছে

প্রকাশিত: 06. December. 2024 | Friday

আরাফাত নিউজ পত্রিকা ইউকে’র প্রধান উপদেষ্টা কে এম আবুতাহের চৌধুরী, এবং সম্পাদক সারওয়ার হুসেইন
গ্লোবাল বাংলাদেশিজ-এর ২৯ সদস্যের প্রতিনিধি দলের সাথে বিশ্ব নন্দিত নোবেল পুরষ্কার বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে:

 

২৯ সদস্যের প্রতিনিধি দল দেড় কোটি প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের বিভিন্ন সমস‍্যা চিহ্নিত করে ১৭ টি দাবি উত্থাপন করেন:

আরাফাত নিউজ পত্রিকা ইউকে’র প্রধান সম্পাদক ও প্রকাশক এবং গ্লোবাল বাংলাদেশী সংস্থার ইউকে’ উপদেষ্টা
মাষ্টার মোহাম্মদ এ হোসেইনের সাথে টেলিফোনে কথা বলেন ; কে এম আবুতাহের চৌধুরী এবং সম্পাদক সারওয়ার হুসেইন। এসময় তাঁরা বলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বৈঠক অত্যান্ত ফলপ্রসূ হয়েছে:

বাংলাদেশ থেকে-
সম্পাদক সারওয়ার হুসেইন :

গত ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড: মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ-এর একটি প্রতিনিধি দল।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় ৩০ জনের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালেশিয়া ,গ্রিস ও কম্বোডিয়ার প্রতিনিধিরা উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সদস‍্যবৃন্দ প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন ।লিখিতভাবে তারা তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন ।

প্রবাসীদের দীর্ঘ দিনের দাবী ও প্রবাসে বসবাসরত বিভিন্ন বিশেষজ্ঞগণ কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে পারে এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশিজ এর প্রেসিডেন্ট শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসাইন এম বি ই’র প্রচেষ্টা ও যোগাযোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড: ইউনুসের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এখানে উল্লেখ্য, ড: হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে বাংলাদেশে আসতে না পারায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট মাহিদুর রহমান।

বৈঠকে সহ সভাপতি মাহিদুর রহমানের সূচনা বক্তব‍্যের পরই
সংগঠণের সভাপতি ডক্টর হাসনাতের লিখিত বক্তব্য ডক্টর ইউনূসের সামনে পড়ে শোনানো হয় ।পরে প্রবাসী বাংলাদেশীদের ১৭ দফা সমস‍্যা তুলে ধরেন সংগঠণের মিডিয়া ডাইরেক্টর কে এম আবুতাহের চৌধুরী ।তিনি ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দরে বিদেশী ফ্লাইট চালু ,প্রবাসী বাংলাদেশীদের এনআইডি কার্ড দ্রূত প্রদান ,ভূমি খেকোদের খপ্পর থেকে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার নিমিত্তে বিশেষ ট্রাইবুনাল গঠণ,লণ্ডন -সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস ও বৈষম্য দূরিকরণ, নো ভিসা ফি হ্রাস ,পাওয়ার অব এটর্নি ইস‍্যুর বেলায় বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গ্রহণ ,প্রবাসীদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ প্রদান ,বাংলাদেশী পাসপোর্ট তৈরিতে জটিলতা দূরিকরণ ,বাংলাদেশ দূতাবাসগুলোতে সেবার মান উন্নয়ন ,নতুন প্রজন্মের জন‍্য বিশেষ হলিডে প‍্যাকেজ ঘোষণা সহ অন‍্যান‍্য দাবী দাওয়া তুলে ধরেন ।পরে জুডিশিয়ারি ও লিগ‍্যাল ম‍্যাটারসে কথা বলেন ব‍্যারিষ্টার নজরুল খসরু ।
প্রতিনিধি দলের আরো ১০জন সদস্য বিভিন্ন বিষয়ে সরকারকে লিখিত বক্তব‍্য ও প্রস্তাব প্রদান করেন ।
প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে আলোচনার সূত্রপাত হলো। সময়ের স্বল্পতায় অনেক কথা বলা হলো না। ছোট করে শুনলাম। লিখিত পত্র থেকে বিস্তারিত জানব। এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা হবে।’

যুক্তরাজ্যসহ আন্তজার্তিক পরিমন্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে ও বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার প্রতিরোধে সোচ্চার ভূমিকা পালন করার জন্য প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানান ।তিনি জুলাই গণ অভ্যূত্থানের অমর স্মৃতি রাজপথের দেয়াল গ্রাফিতির একটি স্মারক গ্রন্থ তাঁর অটোগ্রাফ সহ ড: হাসনাতের জন্য হস্তান্তর করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের ডিজি ও লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম অহিদ আহমদ, ডাইরেক্টর লিগ্যাল এফেয়ার্স ব্যারিষ্টার নজরুল খসরু,ডাইরেক্টার মিডিয়া এফেয়ার্স কে এম আবু তাহের চৌধুরী,ডাইরেক্টর ইন্টারন্যাশনাল এফেয়ার্স শামসুল আলম লিটন,ডাইরেক্টর একাডেমিক এফেয়ার্স আবদুল কাদির সালেহ, ডাইরেক্টর কমিউনিটি এফেয়ার্স আবদুল লতিফ জে পি,এক্সিকিউটিভ ডাইরেক্টর শরাফত হোসেন বাবু, এক্সিকিউটিভ ডাইরেক্টর ড: হোমায়ের চৌধুরী, ব্যারিষ্টার নজির আহমদ এক্সিকিউটিভ ডাইরেক্টর মাহবুব আলম শাহ, ব্যারিষ্টার আফজাল জামি, ডা: সারওয়াত বারী, নিউরো কনসালটেন্ট ডাক্তার আহসান মহম্মদ হাফিজ, আইটি বিশেষজ্ঞ ইন্জিনিয়ার জিয়া উদ্দিন, মাওলানা এ কে মওদুদ হাসান, মিসেস দিলরুবা আজিজ, ইনভেস্টর গুলাম আরহাম, মালয়েশিয়ান দাতো ইন্জিনিয়ার একরাম ,ডঃ শওকত আলী ,কম্বোডিয়ার মোহাম্মদ রকিব হোসেইন ,গ্রীসের জাহিদ ইসলাম ,মালয়েশিয়ার মাহবুব আলম শাহ ,ববসায়ী ও কমিউনিটি সংগঠক আব্দুল বারী ,কানাডার মোহাম্মদ শাহেদ খোন্দকার ,সাংবাদিক সারোয়ার হোসেন ,বিশিষ্ট ব‍্যবসায়ী আতাহির খান ,ইন্জিনিয়ার মোঃ ইকরামুল হক,ডঃ সোহেলী ইয়াসমীন ,মিসেস রিফাত মোর্শেদ ,নিউরোলজিষ্ট আহসান মোঃ হাফিজ,মোঃ জাহাঙ্গির কবির ,মহিউদ্দিন ভুইয়া প্রমুখ ।

তারা শিক্ষা, স্বাস্থ্য, জুডিশিয়ারী,প্রবাসীদের সমস্যা ও দাবী,স্থানীয় সরকার, আন্তর্জাতিক সম্পর্ক,ইনভেস্টমেন্ট.এনার্জি সেক্টর ও পানি ব্যবস্থাপনা সহ মোট ১২ টি বিষয় তুলে ধরেন এবং তাদের রিসার্চের প্রস্তাব ও সুপারিশের বুকলেট প্রধান উপদেষ্ঠার নিকট হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন‍্যবাদ জানিয়ে সকল প্রবাসী বাংলাদেশীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন ।

[hupso]