News Head

» সামরিক মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান : দুবাই প্রবাসী শামীমের ইন্তেকাল দেশ বিদেশে নেমে এসেছে গভীর শোকের ছায়া 

প্রকাশিত: 13. December. 2024 | Friday

নিউজ ডেস্ক :

আলীনগর নিবাসী যোদ্ধাহত সামরিক   বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মরহুম আছদ্দর আলী সাহেবের বড় ছেলে সামরিক বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মরহুম মোহাম্মদ আলী এবং আলীনগর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম হাজী এম গণী মিয়ার দৌহিত্র,

যুক্তরাজ্য প্রবাসী Al Goni International Foundation (AGICO)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ এ. হোসেইনের ভাগ্নে জনাব শামিম আহমদ গত রাত ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাজার নামাজ অদ্য সকাল ১১টায় আলীনগর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে আলীনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

জনাব শামিম আহমদ ১৯৮০-এর দশকে দুবাই গমন করেন এবং সেখানে দীর্ঘ ৪০-৫০ বছর সাফল্যের সঙ্গে বিভিন্ন ব্যবসা পরিচালনা করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে তিনি গরিব-দুঃখী মানুষের প্রতি ছিলেন অত্যন্ত উদার ও সহানুভূতিশীল।

তাঁর মৃত্যুর সংবাদে দেশ-বিদেশের অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন এবং বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির প্রবাসী মরহুমের ছোট্ট ভাই রেজওয়ান, দুবাই প্রবাসী হাকিম, তামিম, এরশাদ, ব্রিটেন প্রবাসী মামা এম এ হোসেইন মামাত্ব ভাই বখতিয়ার হুসেইন, সালাম, সোলেমান, জাকারিয়া গং মরহুমের জন্য দেশ-বিদেশের সকলের নিকট দোয়ার আহ্বান জানিয়েছেন।

মহান আল্লাহ্‌ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দেন।

আল্লাহ মরহুমকে মাফ করুন। আমিন।

[hupso]