News Head

» প্রবাসীর জমি দখল, প্রশাসনের নীরবতা—সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশিত: 07. February. 2025 | Friday

প্রবাসীর জমি দখল, প্রশাসনের নীরবতা—সেলিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি 

 

আরাফাত নিউজ ডেস্ক :

বাংলাদেশের সংবাদ প্রতিনিধি নির্ভীক সাংবাদিক এফ এইচ মুন্নার পাঠানো রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগের সেলিমের বিরুদ্ধে অভিযোগ :

বরিশালের বানারীপাড়া উপজেলায় এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, সামসুল রহমান সেলিম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতিবেশীর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। ২০১৮ সাল থেকে এ নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, অথচ প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম সম্প্রতি দখল করা জায়গায় ২০২৪ সালে একটি দোকান নির্মাণ করে তা ভাড়া দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন, তবে কোনো প্রতিকার পাননি।

এলাকাবাসীর অভিযোগ, সেলিম শুধু জমি দখলই করেননি, বরং এ বিষয়ে প্রতিবাদ করায় সাংবাদিকদেরও হুমকি দিয়েছেন। সাংবাদিকরা তার কাছে জমির বৈধ কাগজপত্র চাইলে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলেন, “বাবার ওপর বাবা আছে।” আরও জানা গেছে, তার মেয়ের জামাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে সবকিছু ম্যানেজ করার কথা বলেন।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের নীরব ভূমিকায় বিস্মিত হয়েছেন। তারা দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে স্থানীয়রা আশাবাদী যে, দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী প্রবাসী পরিবার তাদের জমির ন্যায্য অধিকার ফিরে পাবেন।

(সংবাদটি চলমান, আরও আপডেট জানানো হবে…)

[hupso]