News Head

» লুটনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: 23. February. 2025 | Sunday

লুটনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

লোটন নিউজ প্রতিনিধি : যুক্তরাজ্যের লুটনে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে বিগত ১৯ ফেব্রুয়ারী রোজ বুধবার সন্ধ্যা হতে রাত সাড়ে দশটা পর্যন্ত লোটনের একটি কমিউনিটি হলে বৃহত্তর সিলেটের বিএনপি পরিবারের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী বৃন্দের সরব উপস্থিতিতে বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও বিশ্বনন্দিত নেতা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল এবং তাঁর  উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় এবং দেশের রাজনৈতিক অর্থ নৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুটন কমিউনিটির অন্যতম নেতা ও লুটন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিবডেম পার্টির সাবেক এমপি প্রতিদ্বন্দ্বী জনাব  আশুক আহমদ এমবিই। প্রাণবন্ত উপস্থাপনা করেন লুটন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বৈরাচার সরকার পতনে বিপ্লবী নেতা জনাব মনজুর আহমদ শাহনাজ

পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লুটন জালালাবাদ মসজিদের সাবেক খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা বসির উদ্দিন। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া পরিচালিত হয়। লুটন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব এমদাদুল হক পাবেলের সুস্থতার জন্যও বিশেষ দোয়া করা হয়, যিনি বর্তমানে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিয়ানীবাজার গোলাপগন্জ উপজেলার কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইউকে সফরসঙ্গী জনাব ড. এনামুল হক চৌধুরী। তিনি জানান, খালেদা জিয়া আগের তুলনায় কিছুটা সুস্থ এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বলেন, “আপনারা সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।” মহান রাব্বুল আলামীনের অসীম করুণায় অচিরেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। বৃহত্তর গণতান্ত্রিক দল বিএনপির নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। দেশ ও জাতি তার জন্য অপেক্ষামান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাঁরা তাদের মধ্যে অন্যতম হলেন –

  • যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি জনাব সাইস্তা চৌধুরী কুদ্দুছ
  • বেডফোর্ডশায়ার বিএনপির সাবেক সভাপতি, লাইটন বাজার কাউন্সিলের সাবেক মেয়র জনাব সৈয়দ মুহিবুর রহমান
  • সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি স্বৈরাচার সরকার পতনে বিপ্লবী নেতা গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব এমদাদ হোসেন টিপু
  • যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের বিপ্লবী নেতা জনাব ফেরদৌস আলম
  • সাবেক ছাত্রনেতা জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ইউকে বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট ব্যবসায়ী উক্ত সভার অন্যতম সমন্বয়ক জনাব আবুল কয়েছে 
  • জাসাস ইউরোপিয়ান কো-অর্ডিনেটর জনাব ইকবাল হোসেন
  • পর্তুগাল বিএনপির সদস্য সচিব  জনাব ছায়েফ আহমদ সুইট
  • নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি জনাব  দেওয়ান আং বাছিত
  • লন্ডন মহানগর বিএনপি নেতা  জনাব  জি এম অপু শাহরিয়া

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর আ ম অহিদ আহমদ

তিনি বলেন, “আমি সম্প্রতি বাংলাদেশ সফর করে এসেছি এবং তারেক রহমানের স্থানীয় সরকার কাঠামো সংক্রান্ত প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দিয়েছি। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি গ্রহণ করেছে।”

বিশেষ অতিথি সাইস্তা চৌধুরী কুদ্দুছ বলেন–

রেমিট্যান্স যোদ্ধা গনের বিপ্লবের ফসল এই বিপ্লবী সরকার।

তিনি আরও বলেন–বাংলাদেশ এখন এক সংকটকাল অতিক্রম করছে!! “প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের স্বপ্ন “তিনি বলেন ৭১ থেকে শুরু করে  প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে লক্ষ্য করে তিনি বলেন ; রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার নিশ্চিত করা হলে তারা সরাসরি দেশের রাজনীতিতে অংশ নিতে পারবেন এবং গণতন্ত্র আরও শক্তিশালী হবে।  তিনি বলেন ৭১ থেকে শুরু করে ৫৪ বছর হতে চলছে এখন পর্যন্ত দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনকে তাদের মৌলিক ভোটের অধিকার থেকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হচ্ছে। ৫৪ বছর হতে যত সরকার এসেছে সকলেই এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের প্রানের দাবি উপেক্ষা করেছে!! নানান ধরনের অযুহাত নানান ধরনের  টালবাহানা বৈষম্য করে বাংলাদেশ সরকার দেড় কোটি প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের জন্য বিদেশি দূতাবাসের মাধ্যমে ভোট দেওয়ার সু ব্যবস্হা করছেনা! তিনি আরও বলেন যদি.. …

আমরা বিশ্বের অন্য দেশের দিকে থাকাই তা হলে দেখতে পাই, ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, ইন্ডিয়া, পাকিস্তান সহ অনেক দেশের সরকার তাঁদের বৈদেশিক দূতাবাসের মাধ্যমে প্রবাসী  নাগরিকদের জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সু ব্যবস্হা করেছে। বিয়ানীবাজার গোলাপগন্জ উপজেলার কৃতি সন্তান জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস…. 

বৃহত্তর সিলেটের প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের অভিযোগ হলো তুলে ধরে তিনি বলেন ;

কোন অদৃশ্য শক্তির ইশারায় সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিদেশি ফ্লাইট চালু করা হচ্ছে না! এটা সিলেটের এক কোটি মানুষের প্রশ্ন? 

ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে ২০০১ সালে, মাটি ও মানুষের নেতা সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম সাইফুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় ওপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়। 

পরবর্তী সময়ে হাসিনা সরকার এসে ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনালকে  সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করে। কিন্তু দুঃখজনক ব্যাপার এই প্রকল্পের আওতায় সিলেটের বিমান মন্ত্রী কোটি কোটি টাকা লুটপাট বাণিজ্য করে পালিয়ে গেল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কোন উন্নয়ন হলো না!! তিনি বলেন বৃহত্তর সিলেট বাসীকে দাবিয়ে রাখার ফন্দি ফিকির করছে বাংলাদেশ বিমান ও বাংলাদেশ বেসামরিক বিমান মন্ত্রনালয়। তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে গভীর ষড়যন্ত্র করেছে সিভিল অ্যাভিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে শুধু  সিলেট বাসীকে অন্ধ বুকা বানিয়ে রাখার জন্য!! বাস্তব চিত্র হলো ভিন্ন!! লন্ডন টু সিলেট ডিরেক্ট ফ্লাইট সিলেট টু লন্ডন ফ্লাইট সিভিল অ্যাভিয়েশনর খেয়াল খুশি মতো চলে। হলিউডে মৌসুমে যেখানে চাহিদার তুলনায় অনেক বেশি ফ্লাইট চালু করার কথা কিন্তু দুঃখজনক হলেও সত্য ট্রেভেল্স এজেন্সি ও সিভিল অ্যাভিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে সময় ফ্লাইট সংখ্যা কমিয়ে দেয়!! এবং ব্লক বুকিং দিয়ে, কৃত্রিম বুকিং করে টিকেট সংকট সৃষ্টি করে। লন্ডন প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের গলা কেটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওরা!!

“বিমান খালি টিকেট নেই ” এরকম দৃশ্য ইলেকট্রনিক মিডিয়ায় অনলাইন পোর্টাল পত্রিকা ফেইসবুক পেইজে দেখা যায়!! এর জন্য বাংলাদেশ সরকার কোন ব্যবস্হা গ্রহণ করে না! 

চোখ বন্ধ করে কানে তুলা দিয়ে নিরব নিস্তব্ধ নির্বিকার হয়ে যায়!

এক জরিপ চালিয়ে দেখা যায় লন্ডন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের চলে মেয়ে স্ত্রী পরিবার বাংলাদেশ ভ্রমণ করতে অতি আগ্রহী, কিন্তু 

সুলভ মূল্য টিকেট না পেয়ে বিকল্প হিসেবে তারা তুরস্ক, মিশর, ইটালি মরক্কো, সৌদি, দুবাই হলিউডে করতে চলে যায়। তার বিরূপ প্রতিক্রিয়া ভয়ংকর!! বিশেষজ্ঞ মহলের অভিমত যদি বাংলাদেশ সরকার এই লন্ডন প্রবাসী বৃটিশ বাংলাদেশী অভিবাসী তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশে হলিউডে মৌসুমে সুলভ মূল্য টিকেট বিক্রি না করে তাহলে দেশের টুরিজম শিল্পের বিরাট সংকট সৃষ্টি হবে। শুধু তাই নয় দেশ হারবে তার ভবিষ্যৎ বংশধর বৃটিশ বাংলাদেশী তরুণ প্রজন্মেকে। এজন্য দেশে দেখা দিবে অর্থ নৈতিক ও রাজনৈতিক সংন্কট। তিনি বলেন : ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার দুই যুগ অতিবাহিত হচ্ছে  এখন পর্যন্ত কোন বৈদেশিক বিমান অবতরণ করার অনুমোদন দেওয়া হচ্ছে না। এনিয়ে বিষণ উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে সিলেটের প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের মনে?

তিনি বলেন ;ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুলত ৭১,৯০, ২৪ স্বৈরাচার সরকার পতনে বিপ্লবী ভূমিকা পালন করছে ঐ রেমিট্যান্স যোদ্ধা গন।  এই বিশ্ব প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধারা। কিন্তু দুঃখজনক  সেই রেমিট্যান্স যোদ্ধা গনের প্রতি দেশে গেলে করা হয়,  বিমাতৃসুলভ অসৌজন্যমূলক আচরণ। তাঁদেরকে এয়ারপোর্টে করা হয় নির্যাতন অপমান, তাঁদের বাড়ি ঘর জায়গা জমি জোর  দখল করা হয়।জান মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা হয় না!! এটা বড়াই পরিতাপের বিষয়!! 

অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

দোয়া মাহফিলের পর প্রধান অতিথিসহ আগত অতিথিদের লুটন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা ফুল দিয়ে বরণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন—

  • যুক্তরাজ্য যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব মুমিনুর মুরাদ
  • ইউকে লোটন  বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ইউকে বিএনপি চার নাম্বার জোনের সাংগঠনিক সম্পাদক-স্বৈরাচার সরকার পতনে বিপ্লবী নেতা জনাব  মনসুর আহমেদ রুবেল 
  • যুবদল নেতা জনাব সৈয়দ কামাল, জনাব মুরাদ 
  • সাবেক ছাত্রনেতা জনাব মিনাল চৌধুরী, জনাব  খলিল খান, জনাব  কামরুজ্জামান খান 
  • ১৯৯০ এর স্বৈরাচার এরশাদ সরকারের পতন,  ২০২৪ সালের স্বৈরাচার হাসিনা সরকার পতনের বিপ্লবী নির্ভীক বস্তুনিষ্ঠ  সাংবাদিক যুক্তরাজ্য বিএনপি সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, লোটন বিএনপি সাবেক সহ সভাপতি , লেবার পার্টির সিএলপি মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন
  • লুটন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব  এমদাদুল হক পাবেল
  • পর্তুগাল বিএনপির সদস্য সচিব জনাব  ছায়েফ আহমদ সুইট
  • স্পেন বিএনপির সাধারণ সম্পাদক ও ক্রীড়াবিদ জনাব পংকি তালুকদার
  • কমিউনিটি নেতা জনাব মুজিবুর রহমান, মিরাজ আহমদ, আবুল কালাম, মুনিম চৌধুরী, গাজী বকুল, গাজী আকুল,সৈয়দ দেলোয়ার সহ অসংখ্য অগণিত নেতৃবৃন্দ। 

 সভাপতি সভার সমাপনী বক্তব্য রাখেন এবং সভার  সমাপ্তি ঘোষণা করেন । মুলত প্রধান অতিথি ও বিশেষ অতিথি লোটন বেডসের সফর উপলক্ষে নির্ধারিত কর্মসূচি ছিল অসুস্থ বিএনপি নেতা ইমদাদুল হক পাভেলকে দেখতে যাওয়া। সভা শেষে নৈশভোজে যোগদান করা ইত্যাদি। এই কর্মসূচি অনুসারে  প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অসুস্থ বিএনপি নেতা এমদাদুল হক পাবেলকে দেখতে যান তাঁর বাসভবনে। সেখানে কিছু সময়  অতিবাহিত করে তাঁর সাথে কুশল বিনিময় করেন এবং সুস্থতার জন্য দোয়া করেন তাঁরা।

    সভা শেষে নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে প্রধান  অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ নবীগঞ্জের কৃতী সন্তান লোটনের  মিনাল চৌধুরীর বাসভবনে নৈশভোজে যোগদান  করেন। সেখানে বাংলাদেশি খাবার খেয়ে মুগ্ধ হয়ে তার  প্রতি অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা। 

[hupso]