News Head

» ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ড.মোঃ আশরাফুর রহমান

প্রকাশিত: 25. March. 2025 | Tuesday

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ড. মোঃ আশরাফুর রহমান

 

 

প্রতিবেদক : সাংবাদিক কাজল

বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের এই কৃতি সন্তান তার সততা, নিষ্ঠা ও বিচক্ষণতার জন্য সর্বমহলে প্রশংসিত।

পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন ড. আশরাফুর রহমান। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার কার্যক্রম ব্যাপক প্রশংসিত হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার অবদান উল্লেখযোগ্য। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি নিজ উপজেলা মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাদারগঞ্জের পলাশপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী জামাই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ড. আশরাফুর রহমানের এই পদোন্নতি মাদারগঞ্জসহ সমগ্র জামালপুর জেলার জন্য গৌরবের বিষয়। তার সততা, নিষ্ঠা ও বিচক্ষণতা তাকে এই উচ্চপদে আসীন করেছে। স্থানীয় জনগণ তার সাফল্যে আনন্দিত এবং তার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন। প্রবাসী বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধা গনের পক্ষ হতে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এ হোসেইন বলেন আমারা তাঁর এই অসাধারণ অর্জনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার ভবিষ্যৎ পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হোক—এমনটাই আমাদের প্রত্যাশা।

[hupso]