News Head

» সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইসুতে রেমিট্যান্স বন্ধ ও বিমান বয়কটে সিলেটবাসী ঐক্য বদ্ধ

প্রকাশিত: 13. May. 2025 | Tuesday

 

বার্মিংহামে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময়: ফুলি ফাংশনাল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দাবিতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা!!

নিউজ ডেস্ক :

১২ মে ২০২৫, বার্মিংহাম প্রতিনিধি
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে বিমান বয়কট ও রেমিট্যান্স পাঠানো বন্ধের মতো কঠোর কর্মসূচির পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বার্মিংহামের ভিক্টোরিয়া রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে।

“Fully Functional Osmani International Airport Campaign Committee UK”-এর উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই এবং সভা পরিচালনা করেন ফয়জুর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব এম এ রব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কুরেশী, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন এবং UK  Osmani International Airport Fully Functional Campaign কন্দ্রীয় কমিটির সদস্য লোটন কমিটির সদস্য সচিব সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন সহ অনেক গন্য মান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে মোহাম্মদ এ হোসেইন বলেন,

সিলেটের প্রতি বিগত সরকার এবং বর্তমান সরকার উদাসীন। সিলেট বাসীর প্রানের দাবি বাস্তবায়ন করতে সরকার নানান ধরনের অযুহাত নানান ধরনের টালবাহানা বৈষম্য মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়!! আমাদের ধৈর্য্যের সীমা পেরিয়ে গেছে। এখন আমারা কোঠার হব। এবং সিলেট বাসীকে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। প্রয়োজন হলে রেমিট্যান্স বন্ধ বিমান বয়কট ও দূতাবাস অচল বিমান বন্দর অচল করার পরিকল্পনা গ্রহণ করব। সরকার প্রবাসী সিলেট বাসীর প্রানের দাবির প্রতি কোন গুরুত্ব দিচ্ছে না!

 

সভায় আরও বক্তব্য রাখেন:

মো. আব্দুল মালেক পারভেজ, মোঃ মফিজ খান, কাজী আঙুর মিয়া, ফিরোজ খান, সৈয়দ জমশেদ আলী, আব্দুল কাদির আবুল, মুফতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, মোস্তফা মিয়া, আজাদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় প্রবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সময়মতো দাবি পূরণ না হলে তাঁরা বিমান বয়কট ও রেমিট্যান্স বন্ধের মতো কঠোর কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা দেন।

Community Meeting in Birmingham: Major Action Plan Announced Demanding Fully Functional Osmani International Airport
12 May 2025, Birmingham:
A consultation meeting was held at the Bangladesh Multipurpose Centre on Victoria Road, Birmingham, to discuss strict action plans including a flight boycott and suspension of remittance transfers in demand for making Osmani International Airport fully operational.

The meeting was organized by the “Fully Functional Osmani International Airport Campaign Committee UK” and was presided over by eminent community leader Dr. Mohammad Fayez Uddin MBE, while Fayzur Rahman CBE conducted the session.

The chief guest was the Convener of the Campaign Committee, K M Abu Taher Chowdhury. Special guests included Member Secretary M A Rob, Joint Convener Mahbubur Rahman Qureshi, Finance Secretary Solicitor Mohammad Yawer Uddin, and Loton Committee Member Secretary Md. Anwar Hossain.

Other speakers included Md. Abdul Malek Parvez, Md. Mofiz Khan, Kazi Angur Miah, Firoz Khan, Syed Jamshed Ali, Abdul Kadir Abul, Mufti Tajul Islam, Kamruzzaman, Mostafa Miah, and Azad Chowdhury, among others.

Speakers expressed strong dissatisfaction among expatriates due to the government’s prolonged failure to make the airport fully functional. They pledged to escalate the movement with severe measures if their demands are not met in due time.

[hupso]