News Head

» বার্মিংহামে ‘Fully Functional International Airport’-এর দাবিতে ৩১ সদস্যের ক্যাম্পেইন কমিটি গঠন

প্রকাশিত: 13. May. 2025 | Tuesday


বার্মিংহামে ‘Fully Functional International Airport’-এর দাবিতে ৩১ সদস্যের ক্যাম্পেইন কমিটি গঠন

 

 

নিউজ ডেস্ক :বার্মিংহাম, যুক্তরাজ্য | ১২ মে ২০২৫

বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার দাবিতে যুক্তরাজ্যে গঠিত “Campaign Committee UK for Fully Functional International Airport”-এর বার্মিংহাম শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে।

বার্মিংহামের ভিক্টোরিয়া রোডে অবস্থিত বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা ডা. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এম.বি.ই এবং সঞ্চালনায় ছিলেন ফয়জুর রহমান এম.বি.ই

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব এম এ রব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কুরেশী, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন এবং লোটন কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন

 

 

 

 

সভায় আরও বক্তব্য রাখেন মো. আব্দুল মালেক পারভেজ, মোঃ মফিজ খান, কাজী আঙুর মিয়া, ফিরোজ খান, সৈয়দ জমশেদ আলী, আব্দুল কাদির আবুল, মুফতি তাজুল ইসলাম, কামরুজ্জামান, মোস্তফা মিয়া, আজাদ চৌধুরীসহ অনেকে।

সভা শেষে ৩১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন:

কার্যকরী কমিটি:

  • আহ্বায়ক: ফয়জুর রহমান চৌধুরী এম.বি.ই
  • যুগ্ম আহ্বায়কবৃন্দ:
    • এম এ লতিফ জে.পি
    • ফয়েজ উদ্দিন এম.বি.ই
    • কামরুল হাসান চুন্নু
    • সৈয়দ জমশেদ আলী
    • মফিজ খান
    • ফিরোজ খান
    • শেখ জাবেদ বহমান চৌধুরী
    • কাজী আংগুর মিয়া
  • সদস্য সচিব: আব্দুল মালেক পারভেজ
  • সহ সদস্য সচিব: জুবায়ের আহমদ চৌধুরী
  • অর্থ সচিব: আব্দুল কাদির আবুল
  • সহ অর্থ সচিব: মুফতি তাজুল ইসলাম
  • প্রচার সম্পাদক: জুবের চৌধুরী
  • সহ প্রচার সম্পাদক: আফজল তালুকদার

সদস্যরা হলেন:
আজাদ চৌধুরী এম.বি.ই, মুহিবুর রহমান, এম এ আজাদ, আজির উদ্দিন আবদাল, মোহাম্মদ হোসেন, আব্দুল রশিদ, মোহাম্মদ তাজ উদ্দিন, মোহাম্মদ গফুর মিয়া, মোহাম্মদ নূর মিয়া, মোহাম্মদ আনোয়ার মিয়া, জান মোহাম্মদ, হাজী এনামুর রহমান, এম এ গফুর, আহমেদ মোস্তফা, জুবায়ের আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান, মোবাচ্ছির আলী, আতিকুর রহমান ও আব্দুল মতলিব।

এই কমিটি ভবিষ্যতে যুক্তরাজ্যজুড়ে ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কাজ করবে, যাতে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানসম্পন্ন ও কার্যকর এয়ারপোর্ট হিসেবে গড়ে ওঠে।

[hupso]