- ম্যাডামকে সম্মান দেওয়ায় গোটা জাতি আনন্দিত
- সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
- রাজধানীজুড়ে তাণ্ডব ভাঙচুর
- শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে
- কথায় কথায় অচল হচ্ছে রাজধানী
- চব্বিশের আন্দোলনের প্রথম সারির নায়ক ছাত্রশিবির: কেন্দ্রীয় সভাপতি
- আমরা সংস্কারের পর নির্বাচন চাই: ফয়জুল করীম
- এক সপ্তাহে রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
- খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত যুক্তরাজ্যে পাঠানো হবে : ফখরুল
- ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতে সিরিয়াকে টপকে শীর্ষে মিয়ানমার
» বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ কার্যক্রম চলমান
প্রকাশিত: 28. August. 2024 | Wednesday
বর্তমান সময়ের ভয়াবহ বন্যার কারণে দেশের বিভিন্ন এলাকায় বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টির পর হতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বন্যার্ত জনগণের সহায়তায় উদ্ধার, চিকিৎসা সেবা এবং ত্রাণ বিতরণের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর সর্বমোট ২৩টি ক্যাম্প মোতায়েন রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়েছে, বন্যার কারণে সৃষ্ট স্বাস্থ্য সংকট মোকাবিলায় সশস্ত্র বাহিনীর মেডিকেল টিমগুলো বিভিন্ন দুর্গম এলাকায় জরুরি চিকিৎসা সেবা প্রদান করছে এবং প্রাথমিক চিকিৎসা, জরুরি সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।
এর অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ৯টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে আজ বুধবার সর্বমোট ২,৭০৮ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় (২৮ আগস্ট ২০২৪) সর্বমোট ১,২০০ জন বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনী কর্তৃক বন্যাদুর্গত এলাকায় বুধবার ৩৬,৫৪৭ প্যাকেট খাদ্য সামগ্রী, ২,২২০ জনকে রান্না করা খাবার বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম সহজীকরণ এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে সশস্ত্র বাহিনী বিভাগ।
[hupso]