» এবার এনবিআরে বড় রদবদল

প্রকাশিত: 03. September. 2024 | Tuesday

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রদবদল চলছে একের পর এক সরকারি প্রতিষ্ঠানে। এ ধারাবাহিকতায় এবার বড় রদবদল হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও (এনবিআর)। আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনারকে বদলি করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এনবিআর থেকে ইস্যু করা পৃথক দুটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। একটি আদেশে ১৯ কমিশনারকে ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, খুলনা, রংপুর, যশোর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের বিভিন্ন পদে বদলি করা হয়েছে।

অপর আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিএরএ) এর নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঘনিষ্ঠ ঈদতাজুলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছিলেন এনবিআরের কর্মকর্তারা।

[hupso]