News Head

» এলাকাবাসীর কাছে মসজিদের ইমামতি থেকে শেষ বিদায় নিতে এসে দুনিয়া থেকেই বিদায় নিলেন মসজিদের ইমাম

প্রকাশিত: 14. September. 2024 | Saturday

গোলাপগঞ্জ উপজেলাধীন ফাজিলপুর শেফা মঞ্জিল খোরাসানী জামে মসজিদের ১০বছরের ইমাম ও খতিব মাওলানা মুহিব্বুল হক সাহেব রাহিমাহুল্লাহ’এর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় আজ মসজিদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য এসেছিলেন। এলাকাবাসী ও জুমআর নামাজের পরে রাজকীয়ভাবে বিদায় দিবেন। এরকম পরিকল্পনা ও করে রেখেছিলেন।

এদিকে জুম’আর নামাযের দ্বিতীয় খুতবা পড়াকালীন সময়ে মিম্বর থেকে পড়ে গিয়ে ইন্তেকাল করেছেন
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

খোৎবা পূর্ববর্তী বয়ানেও বারবার আজকে মৃত্যু সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ তাআলা উনাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাক্বাম দান করুন আমিন।

[hupso]