News Head

» ছাত্র জমিয়ত জামেয়া রামধা ক্যাম্পাস শাখার প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে

প্রকাশিত: 17. September. 2024 | Tuesday

আলহামদুলিল্লাহ, ছাত্র জমিয়ত জামেয়া রামধা ক্যাম্পাস শাখার প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে !
এতে উপস্থিত ছিলেন জামিয়ার সুনামধন্য শিক্ষা সচিব মাওলানা হাফিজ আইয়ুব আহমদ হরিপুরী হুজুর হাফি . , জামিয়ার সুনামধন্য শিক্ষক ও জমিয়াতে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সহ-সভাপতি, মাওলানা আশরাফ ফারুক জালালাবাদী হুজুর হাফি. সহ জামিয়ার আসাতিজায়ে কেরাম।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন জামেয়ার উস্তাদ মাওলানা মুফতি আব্দুল গফুর হাফি. ও ছাত্র জমিয়ত জামিয়া ক্যাম্পাস শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ও ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল আহাদ হাফি. , এবং বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি ছাত্রনেতা কাওছার আহমদ ও সর্বশেষে বক্তব্য প্রদান করেন জামিয়ার সাবেক সিনিয়র মুহাদ্দিস ও জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ হাফি.।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন! আমীন

[hupso]