News Head

» লুটনে খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে প্রবাসী সিলেট-১ আসনের নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: 04. September. 2025 | Thursday

লুটনে খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে প্রবাসী সিলেট-১ আসনের ভাইদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

নিউজ ডেস্ক :
গত ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার যুক্তরাজ্যের লুটন শহরের একটি অভিজাত কমিউনিটি হলে সিলেট-১ আসনের জনপ্রিয় জননেতা খন্দকার আব্দুল মুক্তাদিরকে নিয়ে প্রবাসী সিলেটবাসী ভাইদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতা-কর্মী, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সহ দলীয় সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, “দেশ ও জাতির কল্যাণে আমরা অতীতেও খন্দকার মুক্তাদির সাহেবের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”
Osmani International Airport Fully Functional Convening committee uk
EC Member and Luton Osmani International Airport Fully Functional Convening committee Secretary সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আনোয়ার হোসেইন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের পক্ষ থেকে জননেতার দৃষ্টি আকর্ষণ করেন এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন ;


বিএনপি সরকারের আমলে ২০০১ সালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হলেও দীর্ঘ ২৪ বছরেও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। বিভিন্ন বৈদেশিক এয়ারলাইনস সেবা দিতে আগ্রহী হলেও সরকার অনুমোদন দিচ্ছে না—এ নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে।

উত্তরে খন্দকার আব্দুল মুক্তাদির দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “আমি ক্ষমতায় গেলে সর্বপ্রথম ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্পূর্ণভাবে কার্যকর করব। যাত্রী সেবা, কার্গো সেবা ও ইমিগ্রেশন সেবা আন্তর্জাতিক মানে চালু করা হবে এবং বিশ্বখ্যাত এয়ারলাইনসের ফ্লাইট নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও আশ্বাস দেন যে, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভোটাধিকার, সম্পত্তি, ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন।

১৯৭০ সাল থেকে আজ পর্যন্ত দেশের ক্রান্তিলগ্নে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদান তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে ২৪ শে আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স স্থগিত করে স্বৈরাচার পতনে সাহসী ভূমিকার কথা তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, যুক্তরাজ্য যুবদলের সভাপতি এম এ রহিমসহ লুটনের সিনিয়র ও জুনিয়র অসংখ্য নেতা-কর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন হাজী এমদাদুল হক, মনসুর আহমেদ রুবেল, এম কয়েছ আহমেদ, শাহনাজ আহমেদ, এমদাদুল হক পাবেল, সমুজ মিয়া এবং Arafat News UK–এর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেইন।
বিএনপি মিল্টন কিন্স শাখার সাবেক সভাপতি এম ওদুদ মিয়া, এমদাদুল হক টিপু, সাবেক ডেপুটি মেয়র অহিদ মিয়া সহ অনেক গণ্য মান্য বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিক নেতৃবৃন্দ।
জুনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মিয়া জামিল, জসিম আহমেদ, জায়েদ চৌধুরী, আনিসুর রহমানসহ অনেকেই।
সভায় নেতৃবৃন্দ ঘোষণা দেন যে, বিএনপি যাকেই মনোনয়ন দিক না কেন, তাদের পূর্ণ সমর্থন দেওয়া হবে এবং বিজয় অর্জনের জন্য সর্বাত্মক কাজ করা হবে।

Khandaker Abdul Muktadir Meets Expatriates of Sylhet-1 Constituency in Luton

News:
On Wednesday, 3rd September 2025, a courtesy meeting and exchange of views were held in an elite community hall in Luton, UK, with the popular leader of Sylhet-1 constituency, Khandaker Abdul Muktadir.

 

 

The event witnessed the enthusiastic presence of countless expatriate Sylheti brothers, BNP leaders, activists, and remittance warriors living in the UK. The program began with special prayers for BNP founder Shaheed President Ziaur Rahman, Begum Khaleda Zia, and all departed leaders of the party.

 

  1. During the meeting, participants expressed their firm commitment, stating: “We have always stood by Khandaker Muktadir for the welfare of our nation, we are with him now, and we will continue to be with him in the future, Insha’Allah.”

Speakers expressed frustration that despite BNP’s initiative in 2001 to establish Osmani International Airport as a fully functional international airport, the project remains incomplete even after 24 years. They questioned why, despite interest from foreign airlines, the government continues to deny approval.

In response, Khandaker Abdul Muktadir strongly pledged: “If I come to power, my first priority will be to make Osmani International Airport fully functional. Passenger services, cargo services, and immigration facilities will be operated at international standards, and all major global airlines will be ensured to operate flights, Insha’Allah.”

He also promised to work with utmost importance to protect the voting rights, properties, businesses, and overall security of expatriate remittance contributors.

Muktadir further recalled with deep respect the historic role of expatriates since 1970, particularly their bold contribution during the movement of 24th March, when remittance shutdowns played a vital role in resisting autocracy.

Special guests included UK BNP President M. A. Malek, UK Jubo Dal President M. A. Rahim, and numerous senior and junior leaders from Luton. Among them were Haji Emdadul Haque, Monsur Ahmed Rubel, M. Qaiyum Ahmed, Shahnaz Ahmed, Emdadul Haque Pavel, Somuz Miah, and Arafat News UK Editor Mohammed Anwar Hussain.

Junior leaders present included Mia Jamil, Jasim Ahmed, Zayed Chowdhury, Anisur Rahman, and many others.
The gathering concluded with a strong declaration of full support for BNP’s nominated candidate in the upcoming election and a united pledge to ensure victory.

[hupso]