» ২৫০ রকেটে ইসরায়েলে হিজবুল্লাহর ধ্বংসযজ্ঞ

প্রকাশিত: 25. November. 2024 | Monday

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এই হামলা চালায় হিজবুল্লাহ।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এতে মধ্য ইসরায়েল ও তেলআবিবের নিকটবর্তী এলাকার কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

ইসরায়েলি গণমাধ্যমও ভারী রকেট হামলার কথা শিকার করেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তারা তেল আবিব এলাকায় বেশ কয়েকটি ভবন ধ্বসের খবর পেয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, একটি রকেট আঘাত হানায় তেল আবিবের একটি ভবনে আগুন ধরে যায় এবং এটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলের পেতাহ তিকাভ, তেলআবিব, হাইফা, নাহারিয়া ও কাফার ব্লাম এলাকায় হিজবুল্লাহর রকেট আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

এর আগেই, ইসরায়েলি হামলার প্রতিবাদে তেলআবিবে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল হিজবুল্লাহ।

[hupso]