- চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় আইনজীবী নিহত
- বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু
- ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে সতর্কবার্তা
- উত্তাল ইসলামাবাদের সব মার্কেট বন্ধ ঘোষণা, বড় অভিযানের শঙ্কা
- ইসলামী ব্যাংকে এখনো বহাল সেই এমডি
- ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- আমরা কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না : হাসনাত আব্দুল্লাহ
- ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না : তারেক রহমান
- জুলাই বিপ্লবে আহত হাসানকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে
- আইনজীবী হত্যার তদন্তের নির্দেশ, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
» ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরতে সতর্কবার্তা
প্রকাশিত: 26. November. 2024 | Tuesday
আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
ট্রাম্পের গণহারে অবৈধ অভিবাসীদের আটকের পরিকল্পনা নিয়ে উদ্বেগের কারণে বিদেশি শিক্ষার্থীদের ই-মেইলে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ইউনিভার্সিটি অব কলোরাডো ডেনভারের অধ্যাপক ক্লোই ইস্ট এ প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে সব আন্তর্জাতিক শিক্ষার্থীরাই উদ্বিগ্ন। অভিবাসন নিয়ে অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীরা বর্তমানে অত্যন্ত বিপর্যস্ত এবং মানসিকভাবে চাপে রয়েছে। অনেক শিক্ষার্থী তাদের ভিসা এবং তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে উদ্বিগ্ন।
রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এবার ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানোর অঙ্গীকার করেছেন। এ ক্ষেত্রে তিনি মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করবেন বলে জানিয়েছেন।
হায়ার অ্যাড ইমিগ্রেশন পোর্টালের মতে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় ৪ লাখেরও বেশি অবৈধ শিক্ষার্থী ভর্তি রয়েছে। ট্রাম্পের আসন্ন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নির্বাসনের তালিকায় থাকা অবৈধ অভিবাসীদের জন্য বিশাল আটক কেন্দ্র তৈরি করবেন।
ট্রাম্পের আসন্ন সীমান্ত প্রধান টম হোম্যান বলেছেন, সহিংস অপরাধী এবং জাতীয় নিরাপত্তা হুমকিগুলো দেশ থেকে অপসারণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। কিন্তু তা উচ্চশিক্ষায় উদ্বেগকে কমাতে পারেনি।
উল্লেখ্য, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, যেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের আমেরিকা প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন ট্রাম্প।
[hupso]