News Head

» মহাখালী ফ্লাইওভার প্রতিদিন ১১ ঘণ্টা বন্ধ থাকবে

প্রকাশিত: 05. November. 2024 | Tuesday

সংস্কারকাজ চলমান থাকায় রাজধানীর মহাখালী ফ্লাইওভার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিন রাত ৯টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত মহাখালী ফ্লাইওভারের কাকলীমুখী লেনে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।
৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত জাহাঙ্গীর গেট থেকে কাকলী অভিমুখী যানবাহনকে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করার নির্দেশনা দেওয়া হলো।

গুলশান ট্রাফিক বিভাগের এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত নগরবাসী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বরাতে আপনাদের সবার অবগতির জন্য এই মর্মে জানানো যাচ্ছে যে, মহাখালী ফ্লাইওভারের এক্সপানশন জয়েন্টগুলোর প্রতিস্থাপন কাজ চলমান রয়েছে।

[hupso]