News Head

» সবজির মোকাম বগুড়ায় চড়া দাম, দিশাহারা ক্রেতা

প্রকাশিত: 08. November. 2024 | Friday

দেশের সবচেয়ে বড় সবজির মোকাম বগুড়ায় হলেও চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে আগাম শীতকালীন সবজির আমদানি বাড়লেও কমছে না দাম। এতে দিশাহারা হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অথচ বড় মোকাম মহাস্থান হাট থেকে প্রতিদিন ৪০০ টন সবজি নিয়ে যাওয়া হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। সবজির বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জানা যায়, দেশের মধ্যে সবচেয়ে বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাট। এই হাটে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি পাইকারি বিক্রি করে থাকেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যান। প্রতিদিন ৪০০ টন সবজি পাইকারি বিক্রি হয় এই মোকামে। বিভিন্ন ধরনের সবজি আমদানি হওয়ায় সব সময় সরগরম থাকে এই হাট। গত কয়েক দিন আগাম শীতকালীন সবজির আমদানি বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, এ বছর বগুড়ায় আগাম জাতের শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ২ হাজার ৬০০ হেক্টর জমিতে। এর মধ্যে ৬৫০ হেক্টর জমির সবজি কাটা হয়েছে। দেশের সবচেয়ে বড় সবজির মোকাম মহাস্থান হাট। এখানে প্রতিদিন গড়ে ৪০০ টন সবজি বিক্রি হয়ে থাকে।

বগুড়ায় চাষকৃত এসব সবজি দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকাররা।

এদিকে গত কয়েক সপ্তাহ আগে সব ধরনের চালের দাম বাড়লেও এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে। বগুড়ার বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল ৬২ থেকে ৬৪, বিআর ২৯ চাল ৬২, কাটারিভোগ ৭০ থেকে ৭২, নাজিরশাইল ৮০ থেকে ৮২ এবং মিনিকেট চাল ৭০ টাকা কেজি দরে বেচাকেনা হতে দেখা যায়।

[hupso]