News Head

» নিখোঁজ মোতাহার সন্ধান দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন

প্রকাশিত: 09. November. 2024 | Saturday

কেন গুম হচ্ছে শিশু বালক বালিকা?  কে বা কারা এই গুমের সঙ্গে সম্পৃক্ত! পুলিশ প্রশাসন সেই রহস্য উদঘাটন করতে পারেনা কেন?  এনিয়ে জনমনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে!!

 

নিউজ ডেস্ক : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মাদ্রাসা স্কুলের ছাত্র ছাত্রী নিখোঁজ হচ্ছে। শিশু বালক বালিকা গুম হচ্ছে নিখোঁজ হচ্ছে। পুলিশ প্রশাসন এ রহস্য উদঘাটন করতে পারছেন!  এনিয়ে জনমনে উদ্বেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে।

ছোট্ট শিশু বালক বালিকা গুম হচ্ছে, নিখোঁজহচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয় তেমন গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। দেশের পুলিশ প্রশাসন সম্পূর্ন বেখবর। একশ্রেণীর কুচক্রী মহল এ শিশু বালক বালিকা গুম করে দেশের বাহিরে পাচার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য দেশের মানুষের মনে উদ্বেগ উৎকন্ঠা ভয় সৃষ্টি করতে এরকম অপতৎপরতা চলছে বলে অভিজ্ঞ মহলের অভিমত।

নিখোঁজ সংবাদ:
#মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রাণের বিনিময়ে তার পরিবার সবকিছু দিতে রাজি
কিন্তু কেউই #মুনতাহাকে ফিরিয়ে দিচ্ছেনা।
মুনতাহাকে ফিরে না পেয়ে, সে কোথায় আছে কেমন আছে জানতে না পেরে
তার পরিবার পাগলের মত কান্না করে দিকবিগিগ ছুটে বেড়াচ্ছে।
উল্লেখ্য আজ প্রায় 5/6 দিনের অধিক সময় #সিলেটের #কানাইঘাট থেকে মুনতাহা নিখোঁজ 😭।
#মুনতাহাকে ফিরে পেতে তার পরিবার সকল ফেসবুক ব্যবহারকারী ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা প্রয়োজন।
আপনারা #মুনতাহাকে আদরের ছোট্ট মেয়ে, ছোট বোন মনে করে
পোস্টটি শেয়ার করে পুরো বাংলাদেশে ছড়িয়ে দিন। আপনাদের একটা শেয়ার ই পারে ছোট্ট মেয়েটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে।

যোগাযোগ নাম্বার-
মাহবুব মোরশেদঃ ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদঃ ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদঃ ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদঃ ০১৭৫৩১১২৪৪৮

[hupso]