News Head

» আরাফাত পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী বাংলাদেশ সফর,কমিউনিটির কাছে দোয়া কামনা 

প্রকাশিত: 29. November. 2024 | Friday

আরাফাত নিউজ পত্রিকার প্রধান উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার  জন্য বাংলাদেশে গেছেন

নিউজ ডেস্ক :

আরাফাত নিউজ পত্রিকা, Al Arafa TV uk, এর প্রধান উপদেষ্টা : জননন্দিত সমাজসেবক গরীব দুখী মেহনতী মানুষের সেবক,ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দর পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরিষদ ইউকে ‘র প্রধান আহ্বায়ক জনাব কে এম আবু তাহের চৌধুরী ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দর পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল বিমান বন্দরে রূপান্তর করে বিশ্বের সকল এয়ার বিমান অবতরণ করার অনুমোদন দেওয়ার দাবি নিয়ে বাংলাদেশে প্রধান উপদেষ্টা ড.ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করা উদ্দেশ্য প্রতিনিধি দলের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ এ হুসাইনের সঙ্গে বিদায় নেওয়ার সময় তিনি বলেন ; প্রাণ প্রিয় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি এবং কমিউনিটির নেতৃবৃন্দ যাঁরা সবসময় অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দুর করতে ঐক্য বদ্ধ ভাবে পাশে দাড়িয়ে আমাকে সমর্থন করেন এবং দিন রাত্রি তাঁদের সুখ দুঃখ বেদনা আমার সাথে শেয়ার করে আমাকে হৃদয় উজাড় করে ভালো বাসেন। আমি ও হৃদয় উজাড় করে দিবা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে তাঁদের সুখ দুঃখ বেদনা ভাগাভাগি করে নিতে চেষ্টা করি। জানিনা আমি তাঁদের দুঃখ বেদনা কতটুকু দূর করতে পেরেছি। সেটার বিচার বিশ্লেষণ করবেন মহান সৃষ্টিকর্তা। তবে এতটুকু বলতে পারবো মহান রাব্বুল আলামীনের অসীম করুণা নিয়ে যতটুকু সম্ভব তাঁদের পাশে দাড়িয়ে চেষ্টা করেছি সমস্যা সমাধান করার চেষ্টা করেছি দুঃখ বেদনা ভাগাভাগি করে নেওয়ার। তিনি বলেন অনেক বছর পরে তাঁদের ছেড়ে জন্মভূমিতে ফেরার সময় বারবার মনে পড়ছে। একদিকে দেশে যাওয়ার আনন্দ অন্য দিকে এই পরবাসী জীবনের প্রাণ প্রিয় ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটিকে ছেড়ে চলে যেতে মন কাঁদছে। তবুও যেতে হচ্ছে, কমিউনিটি দাবি বাস্তবায়ন করার জন্য। ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন ; আমি আমার কমিউনিটির সকলের সাথে দেখা করে বিদায় নিতে পারিনি। তারজন্য সকলের নিকট ক্ষমা প্রর্থনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
আমি ও সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ।
দোয়া করবেন যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে দেশ যাচ্ছি মহান সৃষ্টিকর্তা যেন মোদের সেই লক্ষ্য ও উদ্দেশ্য সফল সার্থক করেন। সকলের মঙ্গল কামনা করি।

ব্রিটিশ বাংলাদেশী অভিবাসী বৃন্দের পক্ষ হতে –

একজন নিবেদিতপ্রাণ সমাজসেবকের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির প্রতি ভালোবাসা এবং তাদের কল্যাণে কাজ করার অঙ্গীকারের একটি উদাহরণ।

জনাব কে এম আবু তাহের চৌধুরী ওসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার যে দাবি নিয়ে কাজ করছেন, তা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি তাঁর কমিউনিটির প্রতি যে গভীর মমত্ববোধ ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা অনুপ্রেরণাদায়ক। বিদায়বেলায় তাঁর আবেগপূর্ণ বক্তব্য থেকে বোঝা যায়, তিনি তাঁর কমিউনিটির কল্যাণে কতটা আন্তরিক। আমরা তাঁর উদ্যোগের সফলতা কামনা করি এবং আশা করি, তাঁর এই প্রচেষ্টা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আশা করি, তাঁর এই সফর উদ্দেশ্য সফল হবে এবং তিনি তাঁর কমিউনিটির পাশাপাশি দেশের মানুষের সেবায় আরও বেশি অবদান রাখতে পারবেন।

কেম্পেইন কমিটি পক্ষ থেকে :ওসমানী ইন্টারন্যাশনাল বিমান বন্দর কেম্পেইন কনভেনিং কমিটির যুগ্ম আহ্বায়ক লেবার  পার্টির সিএলপি মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেইন প্রমূখ নেতৃবৃন্দ। 

[hupso]