- ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ড.মোঃ আশরাফুর রহমান
- অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে পাঁচ শত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
- মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC)-এর ইফতার আয়োজন:সম্প্রীতির এক অনন্য মিলনমেলা
- রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা,গর্বিত আলীনগরবাসী- এম এ হোসেইন
- বঙ্গবীর জেনারেল ওসমানী কে মরনউত্তর স্বাধীনতা পদক প্রদান করায় অভিনন্দন বার্তা
- জেন জি নতুন যুগের প্রতিনিধি – এম এ হোসেইন
- বাংলাদেশের খাদ্যে ভেজাল: জনস্বাস্থ্যের হুমকি ও নিরাপদ খাদ্যের উপায় -এম এ হোসেইন
- শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- Uk Bangla Press Club delegation Team Meeting with Uk- Bangladesh High commissioner
- পিরে কামেল এম এ কাদের সিং কাঁপনী রঃ ইছালে ছওয়াব মাহফিল সফল ভাবে সম্পন্ন
» ওসমানী বিমান বন্দরে ১মাসের ভিতর বৈদেশিক এয়ার বিমানের ফ্লাইট চালুর দাবি জানিয়ে মতবিনিময় সভা
প্রকাশিত: 05. January. 2025 | Sunday

ওসমানী বিমান বন্দরে একমাসের ভিতর বৈদেশিক এয়ার লাইনের ফ্লাইট চালুর দাবি জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দাবী না মানলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট করার ঘোষণা!
দাবি বাস্তবায়ন না হলে বিমান বন্দরে মানববন্ধন কর্মসূচি পালন করার পরিকল্পনা!
দাবি বাস্তবায়ন না হলে এম্বে, সি ঘেরাও করার পরিকল্পনা!
নিউজ ডেস্ক :ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের দাবীতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন্যাশনেল এয়ারপোরট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহযোগিতায় ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন বেসড এর উদ্যোগে গত ২রা জানুয়ারী বৃহস্পতিবার রাতে লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরায় এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠণের সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী ,মাহবুবুর রহমান কোরেশী ,মোহাম্মদ আজম আলী ,মাওলানা আব্দুল কুদ্দুছ,সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব ও অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সভার সমন্বয়ক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ।
উপস্থিত সকল অতিথি বৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন ;
২০০১ সালে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে সিলেট ওসমানী বিমান বন্দর কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করেন মাটি ও মানুষের নেতা সিলেট বাসীর উন্নয়নের রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাইফুর রহমান। তার পরে শুরু হয় রানওয়ে বৃদ্ধি করার কাজ, ভূইং বিমান উটা নামা করবার মতো সকল প্রয়োজনীয় ব্যবস্থা।
তার সাথে বিমান বন্দরে বৈদেশিক বিমান অবতরণ করার পর বিমানের জ্বালানি তৈল অকটেন পাম্প তৈরির কাজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য কোন একটা অদৃশ্য শক্তির ইশারায় বন্ধ হয়ে যায় বিদেশি ফ্লাইট চালুর পরিকল্পনা। অনুসন্ধান করে পাওয়া যায় বাংলাদেশ বিমান সিলেট বিমানবন্দর কে নিয়ে সিন্ডিকেট বানিজ্য করে কোটি প্রবাসী সিলেট বাসীর প্রতি বৈষম্য মূলক আচরন করছে। এর মূল নেপথ্যে রয়েছে বিমান মন্ত্রী
সিভিল অ্যাভিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁরা নানান ধরনের টালবাহানা নানান ধরনের অযুহাত দেখিয়ে বৈদেশিক বিমান গুলো কে সিলেট ফ্লাইট করার অনুমোদন দিচ্ছে না। তার মুল কারণ হলো কৃত্রিম সংন্কট সৃষ্টি করে বিমানের একতরফা বানিজ্য করার সুযোগ তৈরী করে দেওয়া।
বিমানের টিকেট গুলো ট্রেসেল এজেন্ট দালাল দিয়ে কৃত্রিম বুকিং দেখিয়ে ব্লক করে সংন্কট সৃষ্টি করে। তার পরে লন্ডন প্রবাসী গনের গলা কেটে চওড়া দামে টিকেট বিক্রি করে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা লুটপাট বাণিজ্য করে ওরা। কিন্তু প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের সমস্যা সমাধান করার কেউ নেই!! ওরা শুধু মুখে বলে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হলো দেশের শ্রেষ্ঠ সন্তান। কিন্তু ওদের কাজে তার প্রমাণ পাওয়া যায় না!! বিগত ১৭ বছরের স্বৈরাচারী সরকার পতনের সংগ্রামের সময় ঐ রেমিট্যান্স যোদ্ধা রেমিট্যান্স বন্ধ করে মিছিল মিটিং সভা সমাবেশ মানববন্ধন কর্মসূচি পালন করে অবৈধ অগণতান্ত্রিক স্বৈরাচারী জালিম সরকার কে পালিয়ে যেতে বাধ্য করেছে। কিন্তু গণবিপ্লব শেষ হতে না হতে সরকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের কথা ভূলে গেছে! ওদের কোন সুখ দুঃখ বেদনা ওরা শুনতে চায় না!!
ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে এবং সংশ্লিষ্ট সকল কে এবিষয়ে অবগত করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন পর্যন্ত বিদেশি ফ্লাইট চালু করা হচ্ছে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন লন্ডন টু সিলেট ডিরেক্টর ফ্লাইট সংখ্যা বৃদ্ধি না করে উপরন্তু হিথরো বিমানবন্দ থেকে মানচেষ্টা টু সিলেট ফ্লাইট বাতিল করে দিয়ে বিরাট সংকট সৃষ্টি করেছে। অতি পরিতাপের বিষয়
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের পক্ষ হতে একজন উপদেষ্টা নেওয়া হলো না ঐ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকারে!!
এনিয়ে বিষণ উদ্বেগ উৎকন্ঠা রয়েছে সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনের মনে!
তিনি বলেন ;
প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেট হচ্ছে টুরিস্টদের জন্য খুবই আকর্ষনীয় স্থান।
এ জেলার মধ্যে রয়েছে অসংখ্য পাহাড় অসংখ্য নদী খাল বিল প্রাকৃতিক সম্পদ। এই সিলেট হচ্ছে আধ্যাতিক নগরী। এখানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন ভারতবর্ষের ইতিহাসে অন্যতম ধর্মযাজক হযরত শাহজালাল রঃ এবং তাঁর সফর সংগী ৩৬০ আউলিয়া। মুলত সিলেট হচ্ছে লন্ডন, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা অদ্যসিত জেলা। এ সিলেট জেলার ৫/৬ লক্ষ লন্ডন প্রবাসী হলিউডে মৌসুমে লন্ডন থেকে দেশে যেতে চায় তাদের মাতৃভূমি বাংলাদেশকে দেখতে তাদের প্রিয়জনের সঙ্গে হলিউডে কাটাতে।
কিন্তু একমাত্র লন্ডন প্রবাসী বৃটিশ বাংলাদেশী কমিউনিটি প্রতি বিমাতা সুলভ বৈষম্য করার কারণে দেশে যাওয়া সম্ভব হয় না। তার বিকল্প হিসেবে তারা ইউরোপ এবং মধ্যপ্রচ্যের দেশে বেড়াতে যায়। এর ফলশ্রুতিতে দেশ বঞ্চিত হয় কোটি কোটি টাকার টুরিস্ট বানিজ্য থেকে। সত্যিই এটা খুবই দুঃখ জনক।
সভায় লুটন শহরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা গ্রেইটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটন বেসড এর সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌধুরী, সভাপতি সফিক কুর্রাম চৌধুরী, কমিউনিটি নেতা নানু মিয়া, গ্রেইটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লোটন বেডস ইউকে অর্থ সচিব মিয়া মোহাম্মদ জামিল, সামাদ ট্রেভেল্সের সত্তাধারী মিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আজাদ মিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ জমজম ট্রেভেল্সের সত্তাধারী জাহাঙ্গীর মিয়া কমিউনিটি নেতা এস আই খান, বিশিষ্ট রাজনীতিবিদ শামীম আহমদ, তরুণ কাউন্সিলার আজিজুল আম্বিয়া ,সাংবাদিক সুয়েদ করিম ,আব্দুল করিম জলিল,সাজ্জাদ আলী দিলওয়ার,মাওলানা শহীদ আহমদ ,আতাউর রহমান মানিক ,হাজী আব্দুল গনি ,হাজী আখতার হোসেন ,হাজী আব্দুল্লাহ মিয়া ,সুহেল আহমদ,বিশিষ্টরাজনীতিবিদ এমদাদ হোসেন পাভেল,রাজনীতিবিদ সৈয়দ দিলওয়ার,ফজিলত আলী খান , প্রমুখ ।
প্রধান অতিথি সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে দাবি বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি বলেন ; এক মাসের মধ্যে যদি বৈদেশিক বিমান অবতরণ করার অনুমোদন দেওয়া না হয়, টিকেট সিন্ডিকেট বন্ধ করা না হয়, লন্ডন টু সিলেট বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি না করা হয় তাহলে সকল সিলেট প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা গনকে ঐক্য বদ্ধ করে আমরা দাবি বাস্তবায়নের জন্য কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন। সভায় বক্তারা – তার সেই ঘোষণার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে বলেন ;অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর ,ওসমানী বিমান বন্দর থেকে কাতার ,আমিরাত ,সৌদি সহ বিদেশী ফ্লাইট চালু ,নো ভিসা ফি বাতিল ও বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবার মান আরো বিস্তৃত ও সহজসাধ্য করার দাবী জানানো হয় ।সভায় যুক্তরাজ্য থেকে প্রেরিত কার্গো এর কাষ্টমস ঢাকার পরিবর্তে সিলেটে করার দাবী জানানো হয় ।
হুশিয়ারী উচ্চারণ : লোটন কমিউনিটি নেতৃবৃন্দ দাবী না মানলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট কর্মসূচী, বৃটেনের প্রতিটি শহরে সভা ,সমাবেশ ,আলতাব আলী পার্কে মানব বন্ধন ও হাই কমিশন ঘেরাও কর্মসূচীর সিদ্ধান্তের ওপর দৃঢ় সমর্থন স্বাক্ষর করেন। উল্লেখ্য স্ববাক্ষরের একটি কপি প্রধান অতিথি কে এম আবু তাহের চৌধুরীর হাতে হস্তান্তর করা হয়। এবং সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা যায় কি না তা নিয়ে মতবিনিময় করেন স্হানীয় নেতৃবৃন্দ এবং লন্ডন থেকে আগত কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ। তার পরে কেম্পেইন কমিটির প্রধান কে এম আবু তাহের চৌধুরী মোহাম্মদ এ হোসেইন সাহেবের নেতৃত্বে একটি পূর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার অনুরোধ করেন।
তার অনুরোধ কে গুরুত্ব দিয়ে ;উপস্থিত নেতৃবৃন্দের মতামত নিয়ে একটি তালিকা তৈরী করে অর্থ সচিব সলিসিটর ইয়াওর উদ্দিনের নিকট দেয়া হয়। এবং অর্থ সচিব সলিসিটর ইয়াওর উদ্দিন উক্ত সভায় সকলের দৃষ্টি আকর্ষণ করে এই কমিটির সদস্য বৃন্দের নাম ঘোষণা করেন। শামিম আহমদ / সাইদুর রহমান খান কে আহ্বায়ক এবং মোহাম্মদ আনোয়ার হোসেইন কে সদস্য সচিব হিসেবে উল্লেখ করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনেকে অভিমত প্রকাশ করেছেন এই কমিটি গঠনের উপর দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন। কমিটির সদস্য বৃন্দ পরবর্তী সময়ে বর্ধিত সভা করে এ কমিটির সদস্য সংখ্যা বৃদ্ধি এবং কর্মসূচি পালনের বিষয় নিয়ে আলোচনার জন্য অনুরোধ করেন। অর্থ সচিব সলিসিটর ইয়াওর উদ্দিন উক্ত কমিটির তালিকা তৈরী করে কেম্পেইন কমিটি সদস্য মোহাম্মদ এ হোসেইন কে হস্তান্তর করেন।
[hupso]সর্বশেষ খবর
- ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ড.মোঃ আশরাফুর রহমান
- অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে পাঁচ শত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
- মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC)-এর ইফতার আয়োজন:সম্প্রীতির এক অনন্য মিলনমেলা
- রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা,গর্বিত আলীনগরবাসী- এম এ হোসেইন
- বঙ্গবীর জেনারেল ওসমানী কে মরনউত্তর স্বাধীনতা পদক প্রদান করায় অভিনন্দন বার্তা
সর্বাধিক পঠিত খবর
- BCA Awards Ceremony 2024
- GSWA এর উপদেষ্টা সৈয়দ জাকির হোসেনের ইন্তেকাল
- বাংলাদেশ সেন্টারের বার্ষিক সাধারণ সভায় দেলোয়ার হোসেনের অনৈতিক কর্মকান্ডে বিক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ
- প্রবাসীদের ১৭ টি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে ২৯ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক
- শাহ আলম UAE সংবাদ প্রতিনিধি হিসেবেপ দায়িত্ব গ্রহণ
এই বিভাগের আরো খবর
- ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ড.মোঃ আশরাফুর রহমান
- অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ্যোগে পাঁচ শত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান
- মৌলভীবাজার ডিস্ট্রিক্ট কাউন্সিল-ইউকে (MDC)-এর ইফতার আয়োজন:সম্প্রীতির এক অনন্য মিলনমেলা
- রিফাত চৌধুরীর অসাধারণ সাফল্য: গর্বিত মিশিগান প্রবাসী বাংলাদেশিরা,গর্বিত আলীনগরবাসী- এম এ হোসেইন
- বঙ্গবীর জেনারেল ওসমানী কে মরনউত্তর স্বাধীনতা পদক প্রদান করায় অভিনন্দন বার্তা