News Head

» ইসরায়েলি হামলার শক্ত প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত: 28. October. 2024 | Monday

ইসরায়েলের হামলার জবাব দিতে সামর্থ্যের পুরোটা ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই এক বিবৃতিতে এ সতর্কতা দেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। এছাড়া ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলমান রয়েছে।

গত শনিবার ইরানে ইসরায়েল কয়েক দফা হামলা চালায়। তেহরান প্রথমে এ হামলাকে খুব গুরুত্ব না দিলেও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, তাদের আক্রমণে ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে।’ ইরানি পক্ষ থেকে জানানো হয়, হামলায় তাদের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চারজন সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন বেসামরিক নাগরিকও মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

ইসমাইল বাগেই তার সাপ্তাহিক টেলিভিশন ব্রিফিংয়ে জানান, ইসরায়েলকে কঠোর জবাব দিতে সব ধরনের ব্যবস্থা নেবে ইরান। তিনি বলেন, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ ইসরায়েলের আক্রমণের ধরন অনুযায়ী নির্ধারিত হবে। তবে তিনি বিস্তারিত কোনো পরিকল্পনার কথা জানাননি।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মন্তব্য করেন যে, ইসরায়েলের হামলা খাটো করে দেখা ঠিক হবে না, বরং প্রতিটি আক্রমণ চিন্তাভাবনা করে মোকাবিলা করা উচিত। অন্যদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হুসেইন সালামি বলেন, ইরানের আঘাতের ফলে ইসরায়েলকে তিক্ত পরিণতি ভোগ করতে হবে।

[hupso]