News Head

» ট্রাম্পের জয়ে যে প্রতিক্রিয়া জানাল ইরান

প্রকাশিত: 06. November. 2024 | Wednesday

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ভাষণ দিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছেন তিনি। কেবল ইলেক্টোরাল কলেজ নয়, পপুলার ভোটেও জয় পেতে চলেন সাবেক এ প্রসিডেন্ট। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমন অবস্থায় ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল তেহরানের কাছে বিশেষ কোনো ইস্যু নয় যদিও হবু ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।

ট্রাম্পের সম্ভাব্য নির্বাচনী জয়ের প্রতিক্রিয়ায় ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বুধবার সাংবাদিকদের বলেন, ট্রাম্প এবং তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের মধ্যে কোনো পার্থক্য দেখে না তেহরান। তিনি বলেন, আমাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমেরিকা ও ইরানের সাধারণ নীতি স্থির ও নির্ধারিত।
মোহাজেরানি বলেন, আমেরিকায় কে প্রেসিডেন্ট হবেন তা বিবেচ্য নয়, কারণ সমস্ত প্রয়োজনীয় পরিকল্পনা আগে থেকেই তৈরি করা হয়েছে। ইরান যেকোন নতুন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে প্রস্তুত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা ইরানকে শক্ত করেছে এবং নিষেধাজ্ঞা মোকাবেলার ক্ষমতা আমাদের আছে। আমরা ট্রাম্পের পুনর্নির্বাচন নিয়ে চিন্তিত নই।

[hupso]